জনমত গঠনের বাহন কী?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, কিভাবে জনমত গঠন করা যায়?
অথবা, জনমত গঠনের মাধ্যমসমূহ সংক্ষেপে আলোচনা কর।

উত্তরঃ ভূমিকা : বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় জনমত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও রাষ্ট্রবিজ্ঞানে জনমতের উৎপত্তি কখনো তা অস্পষ্ট কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় জনমত কথাটি নতুন নয়। গ্রিক এবং রোমান আইনে
সর্বপ্রথম জনমত সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে এসময় জানমত স্পষ্টভাবে গড়ে উঠে নি। পরবর্তীতে রুশোর আলোচনায় তা স্পষ্ট হয়ে উঠে।

জনমত গঠনের মাধ্যমসমূহ : গণতন্ত্রের সাফল্যের মূলভিত্তি হলো সুস্থ ও সুচিন্তিত স্নানমত। আর এ জনমত প্রকাশের ক্ষেত্রে কতকগুলো মাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ যা নিম্নরূপ :

১. পরিবার : মানুষের জনমতের প্রথম বাহন হলো পরিবার। পরিবারে মানুষ প্রথম বাবা, মা, ভাই বোনের মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়। এ প্রভাব ভবিষ্যতে রাজনৈতিক মতামত গঠনের ক্ষেত্রে কার্যকর হয়। প্রকৃত প্রস্তাবে পরিবারের মধ্যেই ব্যক্তি প্রথম বিভিন্ন মূল্যবোধ সম্পর্কে ধারণা লাভ করে।

২. শিক্ষাপ্রতিষ্ঠান : জনমত গঠনে শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালনে মূল
আলোচনার পাশাপাশি আরো অনেক বিষয়ে আলোচনা করা হয়, সেসব আলোচনায় দেশের সামাজিক, রাজনৈতিক বিষয় স্থান পায় এর ফলে ছাত্রদের মাঝে এসব বিষয়ে সাম্যক ধারণা জন্মায়।

৩. আইনসভা: জনগণের নির্বাচিত প্রতিনিধি নিয়ে আইনসভা গঠিত হয়। আইনসভায় সরকারি দল ও বিরোধী দল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও তর্কবিতর্ক করে থাকে ফলে এসব বিষয় থেকে মানুষের মাঝে জনমতের জন্য নেয়।

৪. সংবাদপত্র : বর্তমান যুগে জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। সংবাদপত্রে দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। তাছাড়া জনগণের বিভিন্ন ধরনের মতামত এখানে স্থান পায় ফলে। জনগণের মতামতগুলো সহজে সরকার জানতে পারে।

৫. বেতার, চলচ্চিত্র ও দূরদর্শন : বেতার প্রচারের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত সর্বশেষ খবর দেশের সর্বত্র তড়িৎ গতিতে পৌঁছে দেয়া হয়। বেতারের মত চলচ্চিত্রও সর্বসাধারণের মধ্যে সংবাদ ও তথ্যাদি পরিবেশনের ব্যাপারে এক অত্যন্ত শক্তিশালী মাধ্যম। জনগণের মধ্যে বেতার ও চলচ্চিত্রের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে জনগণের মধ্যে এদের প্রভাবও ক্রমশ বাড়ছে।

উপসংহার: আলোচনার শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি, সুষ্ঠু জনমত গঠনের জন্য জনমতের উপযুক্ত মাধ্যমগুলোর কোন বিকল্প নেই। কিন্তু উপর্যুক্ত মাধ্যমগুলো যেন সময় উপযোগী জনমত গড়ে তুলতে পারে সেজন্য তাদের সে পরিবেশ নিশ্চিত করতে হবে।