ছাপাঙ্কিত মুদ্রা বলতে কি বুঝ?

উত্তর : ভূমিকা : ইতিহাস রচনার উপাদানকে মূলত দুইভাগে ভাগ করা যায়। এগুলো হলো :
১. লিখিত উপাদান ও
২. অলিখিত উপাদান ।
অলিখিত উপাদানের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ উপাদান হলো মুদ্রা। এসকল মুদ্রার মধ্যে অঙ্কিত মুদ্রা অন্যতম
একটি। নিম্নে ছাপাঙ্কিত বা অঙ্কিত মুদ্রা সম্পর্কে লেখা হলো :
→ ছাপাঙ্কিত মুদ্রা : ছাপাঙ্কিত মুদ্রাগুলোর উভয় পিঠ বা এক দিকে গাছ, অস্ত্র, পাতা, মাছ, নৌকা, ত্রিশূল, ফলমূল, মানুষের
ছবি বা মানুষের ব্যবহৃত দৃশ্যমান জিনিস অঙ্কিত থাকতো। কোনো মুদ্রার উভয় পাশেই একের অধিক ছবি বা কোন কোনো
মুদ্রায় ৩-৫ টি “Punch mark” থাকতো। ছাপাঙ্কিত মুদ্রা তৈরিতে সোনা, রূপা, তামা প্রভৃতি ব্যবহার করা হতো। তৎকালীন সমাজ ও অর্থনীতির ধারক ও বাহক চিহ্নগুলো মুদ্রাকে স্বকীয়তা দান করে। ধারণা করা হয় যে, যেখানে মুদ্রা পাওয়া যায় সেখানে বাণিজ্য কেন্দ্র থাকে। মৌর্য যুগ থেকে ছাপাঙ্কিত মুদ্রার ব্যবহার শুরু হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ছাপাঙ্কিত মুদ্রা এক বিশেষ ধরণের মুদ্রা। এ মুদ্রার মাধ্যমে আমরা তৎকালীন সমাজব্যবস্থার অর্থনৈতিক বহু চিত্রের প্রমাণ পাই ।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac/