চৈতী হাওয়া” কবির প্রিয়ার জন্য অন্তহীন অপেক্ষার বর্ণনা দাও।

উত্তর : কবি অনাদিকাল ধরে প্রিয়ার জন্য অপেক্ষায় থাকবেন। যদি কখনো প্রিয়ার সাথে দেখা হয়, তাহলে এক তরীতে পাড়ি দিবেন যেখানে নেই কোন বিরহ ও হারানোর ভয়। কবির প্রেম এ আশাবাদের ভিতর স্বর্গীয় সুখ সম্ভোগ করেছে। কবির প্রত্যাশা প্রিয়ার সাথে পুনর্মিলন হবে। কবি ও কবির প্রিয়া অনাদিকাল যুগলবন্দী হয়ে থাকবেন-

‘আবার তোমার সুখ ছোঁওয়ায়
আকুল দোলা লাগবে নায়
এক তরীতে যাব মোরা আর-না- হারা গাঁ,
পারাপারের ঘাটে প্রিয় রইনু বেঁধে না।’

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a7%88%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%9c/