চাহিদা সুচি কি?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, চাহিদা সুচির ধারণা দাও।
অথবা, চাহিলা সুচি বলতে কি বুঝ?

উত্তর: চাহিদা বিরিতে বলা হয়, অন্যান্য অবস্থা (ভোক্তার অভ্যাস, রুচি পছন্দ, আয় স্তর) সম্পর্কিত দ্রব্যের দাম। ইত্যাদি অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম এবং চাহিদার ম্যধকার এই বিপরীত সম্পর্ককে ছকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় চাহিদা সূচি। যেমন-

উপরের ছক থেকে দেখা যায়, দাম যখন ৫ টাকা তখন চাহিদার পরিমাণ ২০ কেজি। দাম বৃদ্ধি পেয়ে ৬ টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে ১৮ কেজি হয়। দাম বৃদ্ধি পেয়ে ৭ টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে ১৬ কেজি হয়। একই ভাবে দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৮ টাকা হলে চাহিদার পরিমাণ আরো হ্রাস পেয়ে ১৪ কেজি হয়।