চাহিদা রেখা কি?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, চাহিদা রেখা বলতে কি বুঝ?
অথবা, চাহিদা রেখার ধারণা দাও।

উত্তর : বিভিন্ন দাশে একটি দ্রব্যের কি পরিমাণ ক্রেতা ক্রয় করতে ইচ্ছুক তা যখন রেখাচিত্রের সাহয্যে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা রেখা বলা হয়। চাহিদা রেখার প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট পরিমাণ চাহিদা নির্দেশ করে। চাহিদা সূচির মত চাহিদা রেখাও পণ্যের দামের সাথে চাহিদার ক্রিয়াগত সম্পর্ক প্রকাশ করে। চাহিদা রেখা হল চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশ। সুতরাং যে রেখার সাহায্যে চাহিদা। সূচিকে প্রকাশ করা হয় তাকে চাহিদা। রেখা বলে। নিম্নে চিত্রের সাহায্যে চাহিদা রেখা দেখানো হল-

চিত্রে OX অক্ষে চাহিদার পরিমাণ এবং OY অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। চিত্রের DD’ রেখাটি হল চাহিদা রেখা। এ রেখার A, B, C, D বিন্দুগুলো যথাক্রমে ১০০ টাকা দামে ২০ মণ, ৮০ টাকা দামে ৪০ মণ, ৬০ টাকা দামে ৬০ মণ এবং ৪০ টাকা দামে ৮০ মণ চাহিদার পরিমাণ নির্দেশ করেছে। এভাবে বিভিন্ন দামে ক্রেতা একটি দ্রব্য কি পরিমাণ ক্রয় করতে রাজি থাকে তাই চাহিদা রেখার মাধ্যমে প্রকাশ করা হয়। সংক্ষেপে বলা যায়, চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশই হল চাহিদা রেখা।