Download Our App

চাহিদা কি?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, চাহিদা বলতে কি বুঝায়?
অথবা, চাহিদার ধারণা দাও।

উত্তর : চাহিদা : সাধারণ অর্থে চাহিদা বলতে কোন কিছু পাওয়ার আকাঙ্খা, প্রত্যাশা বা অভাবকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে তিনটি বৈশিষ্ট্যকে নির্দেশ করে। যেমন-

১. কোন দ্রব্য পাওয়ার আকাঙ্খা।

২. দ্রব্য ক্রয়ের জন্য প্রয়োজনীয় অথঅর্থাৎ ক্রয় ক্ষমতা এবং

৩. ঐ অর্থ ব্যয় করার ইচ্ছা বা মনমানসিকতা থাকতে হবে।

চাহিদার সংজ্ঞা: সাধারণত কোন দ্রব্য পাওয়া বা ভোগ করার ইচ্ছাকে চাহিদা বলে। তবে অর্থনীতিতে চাহিদা শব্দটি একটি বিশেষ অর্থ বহন করে। কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোন পণ্যের যে পরিমাণ ক্রয় করে বা ক্রয় করার ইচ্ছা পোষণ করে তাকে চাহিদা বলে।

বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে চাহিদার সংজ্ঞা প্রদান করেন। যেমন-

১. অধ্যাপক পেনসন (Penson)-এর মতে, “কোন দ্রব্য পাওয়ার আকাঙ্খার পেছনে অর্থ ব্যয় করার সামর্থ্য ও ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে।

২. অর্থনীতিবিদ বেনহাম (Benham) এর মতে, “কোন নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তকে ঐ দ্রব্যের চাহিদা বলে।”

২. অধ্যাপক র‍্যাগান এবং থমাস (Ragan and Thomas) এর মতে, “চাহিদার পরিমাণ হল সে পরিমাণ দ্রব্য যা ভোক্তা নির্দিষ্ট দামে ক্রয় করতে ইচ্ছুক।”

উপরিউক্ত সংজ্ঞার আলোকে, অর্থনীতিতে চাহিদাকে সুনির্দিষ্ট করণের প্রয়োজনে চাহিদার প্রচলিত সংজ্ঞা দাঁড়ায় অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে ক্রেতা বা ক্রেতাগণ প্রকৃতিতে বা বাজারে সরবরাহকৃত একটি দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত, তাকে চাহিদা বলে।