অথবা, চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বুঝ?
অথবা, চাপসৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে? অথবা, চাপসৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থবাদী গোষ্ঠীর সংজ্ঞা দাও ।
উত্তর: ভূমিকা : রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় চাপসৃষ্টিকারী গোষ্ঠী একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান পৃথিবীর প্রায় সব দেশেই রাজনীতিতে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা লক্ষ্য করা যায়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো। চাপসৃষ্টিকারী গোষ্ঠী সাধারণভাবে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে এমন এক ধরনের গোষ্ঠীকে বুঝায় যারা কতিপয় স্বার্থ আদায়ে ঐক্যবদ্ধ হয় এবং সরকারকে চাপ প্রয়োগ করে করে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা দিয়েছেন।
জে.ডি. মিলার বলেন, “স্বার্থকামী গোষ্ঠীসমূহ সর্বাধিক লক্ষণীয় এবং সর্বাপেক্ষা সুসংহত স্বার্থের প্রতিভূস্বরূপ।” অ্যালান আর বল বলেন, “সমভাবাপন্ন সদস্য বিশিষ্ট গোষ্ঠীকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে অভিহিত করা যায়।”
নিউম্যান এর মতে, “Fundamentally pressure groups are representation of homogeneous interests seeking body.”
উপসংহার: পরিশেষে বলা যায়, চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন গোষ্ঠী যার সদস্যরা সমভাবাপন্ন এবং অভিন্ন স্বার্থের দ্বারা আবদ্ধ হন। চাপসৃষ্টিকারী গোষ্ঠী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকারের নীতিনির্ধারণে প্রভাব বিস্তার করে।