অথবা, চাকমা সার্কেল বলতে কী বুঝায়?
অথবা, চাকমা সার্কেল কাকে বলে?
অথবা, চাকমা সার্কেলের পরিচয় দাও।
অথবা, চাকমা সার্কেলের সংজ্ঞা দাও।
উত্তর৷ ভূমিকা : পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবান জেলার মোট আয়তন প্রায় ৫,৩০০ বর্গমাইল। এ বিস্তৃত এলাকায় বসবাসরত উপজাতির সংখ্যা অনেক। এদের মধ্যে চাকমা উপজাতি প্রধান। এখানে প্রায় ৩৯ হাজার চাকমা পরিবার বসবাস করে।
চাকমা সার্কেল : চাকমা সমাজে কয়েকশত মৌজা বা গ্রাম মিলে চাকমা সার্কেল। চাকমা সার্কেলের প্রধান হচ্ছেন চাকমা রাজা। চাকমা রাজা বংশপরম্পরায় নিযুক্ত হন। চাকমা রাজা তার সার্কেল তথা চাকমা সমাজের শান্তিশৃঙ্খলা দায়িত্ব পালন করেন। চাকমা রীতি অনুযায়ী তিনি সামাজিক বিচার-আচার পরিচালনা করেন। হেডম্যানদের থেকে প্রাপ্ত খাজনার একটি অংশ সরকারকে প্রদান করেন। উল্লেখ্য যে, চাকমা রাজা নিজে আবার একজন হেডম্যানও বটে। তিনি একাধিক মৌজার হেডম্যান এবং সে হিসেবে তিনি মৌজার আদায় ও সামাজিক বিচার কার্য পরিচালনাও করেন । চাকমা রাজা চাকমা সমাজ বিষয়েও চাকমা সার্কেল বিষয়ে ডিপুটি কমিশনারের একজন গুরুত্বপূর্ণপরামর্শদাতা ও রাজা চাকমা এথনিক সমাজের প্রতীক। তিনি চাকমা এথনিক জনগোষ্ঠীর শ্রদ্ধা ও সম্মানের পাত্র। তিনি ঐক্য ও সংহতির প্রতীক|
উপসংহার : পরিশেষে বলা যায়, চাকমা নেতৃত্বে বর্তমানে পরিবর্তন এসেছে। চাকমা রাজার প্রাধান্য বর্তমানে এসেছে।