অথবা, চল কাকে বলে?
অথবা, চলের সংজ্ঞা দাও।
অথবা, চল কী?
অথবা, চল সম্পর্কে সংক্ষেপে লিখ।
উত্তর৷ ভূমিকা : চল একটি বৈজ্ঞানিক শব্দ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Variable এবং বাংলা অর্থ হল চলনশীল বা পরিবর্তনশীল।সাধারণ অর্থে চল বলতে এমন একটা বৈশিষ্ট্য বা গুণ বুঝায়, যা একই পরিপ্রেক্ষিতে ঘটনার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন অর্থে ব্যবহার করা যেতে পারে। চল অর্থাৎ, চল মূল্যায়ন পরিবর্তনশীল। একটি পরীক্ষণে অনেকগুলো গুণাবলি বা বৈশিষ্ট্যের সমাবেশ হতে পারে। অতএব চল বলতে আমরা বুঝি যে কোন উপাদান, যা আচরণের উপর প্রভাব বিস্তার করে তাই চল। চল পরীক্ষণের এমন একটা বৈশিষ্ট্য যা ফলাফলের উপর প্রভাব বিস্তার করে।
চলের সংজ্ঞা : বিশ্ব সংসারে যাবতীয় সবকিছুই পরিবর্তনশীল। মানুষের নিজের বৈশিষ্ট্য যেমন- তার বয়স, বুদ্ধি,মেজাজ, স্বাস্থ্য, আগ্রহ, ব্যক্তিত্ব, পারিবারিক সমস্যা ইত্যাদি যেমন পরিবর্তনশীল, তেমনি পারিপার্শ্বিক অবস্থা যেমন-পারিপার্শ্বিক পরিবেশ, কৃষ্টি, আবহাওয়া, সামাজিক পরিমণ্ডল, আত্মীয়স্বজনদের আচরণ, কর্মজগতের সাফল্য, ব্যর্থতা ইত্যাদি পরিবর্তনশীল। ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্য এবং পারিপার্শ্বিক উপাদানগুলোর পরিবর্তনের ফলে ঐ ব্যক্তির আচরণেও পরিবর্তন দেখা যায়। মনোবিজ্ঞানের ভাষায় এসব পরিবর্তনশীল উপাদান, বৈশিষ্ট্য বা আচরণকে চল বলা হয়। অর্থাৎ, যা কিছু পরিবর্তনশীল বা যাকে পরিবর্তন করা যায়, তাকেও চল বা ভেদ্য বলা হয়।
চলের সংজ্ঞা দিতে গিয়ে McGuigan বলেছেন, “Anything that can change in value and thus assume different numerical values is variable.”
Postman and Egar, “A variable is a characteristics or attributes that can take on a number of value.”
উদাহরণস্বরূপ, আমরা যদি পরীক্ষণের সাহায্যে দেখতে চাই যে, “সমস্যা সমাধানের ক্ষেত্রে বেশি তাপমাত্রার কোন প্রভাব রয়েছে কি না।” তাহলে কম তাপমাত্রা এবং বেশি তাপমাত্রার পরিবেশ সৃষ্টি করে এ দু’পরিবেশে পরীক্ষক দু’দল ছাত্রকে সমস্যা সমাধান করতে দিতে পারেন। এরূপ দু’টি পরিবেশ সৃষ্টি করে সমস্যা সমাধানে ছাত্রদের ভুল গণনা করা যেতে পারে। এ ভুলের সংখ্যাগুলোকে আমরা চল বলতে পারি। ভুলগুলোর সংখ্যাকে এজন্যই আমরা চল বলে থাকি।
ভুলগুলোর মূল্যমান পরিবর্তনশীল। যে কোন ব্যবহারের নিয়ন্ত্রণকারী ঘটনা বিভিন্ন চলের উপর নির্ভরশীল । সহজ কথায় যা পরিবর্তনশীল বা যাকে পরিবর্তন করা যায় তাকে ভেদ্য বলা হয়। যা বিভিন্ন সংখ্যামান গ্রহণ করতে সক্ষম তাকে চল বলা হয়। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা প্রয়োজন যে, মনোবিজ্ঞানীগণ যে বিষয় নিয়ে গবেষণা করেছেন, তার সাথে সম্পর্কযুক্ত পরিবর্তনশীল বস্তু বা উপাদানই কেবল চল হিসেবে বিবেচ্য। সব পরিবর্তনশীল বস্তু চল নয়। অর্থাৎ, চল হতে হলে এটা পরিবর্তনশীল এবং মনোবিজ্ঞানের গবেষণাগারে পরীক্ষণের বিষয়বস্তু হতে হবে।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, চল মনোবিজ্ঞানের একটি অবিচ্ছেদ্য অংশ।মনোবিজ্ঞানের যে কোন কর্মকাণ্ডে এবং যে কোন পরীক্ষণে চলের উপস্থিতি খুবই দরকার। মনোবিজ্ঞানের যে কোন কিছুকে ভালোভাবে বুঝতে হলে চল সম্পর্কে অবশ্যই সুস্পষ্ট ধারণা থাকতে হবে। মনোবিজ্ঞানের এটি একটি গুরুত্বপূর্ণ ও সবচেয়ে মূল্যবান একটি উপাদান।