চলক কি

চলকের সরল সংজ্ঞা : যা পরিবর্তিত হয় বা পরিবর্তনশীল রাশিই হলো চলক। যে বৈশিষ্ট্য চলমান বা যে বৈশিষ্ট্যের মানের পরিবর্তন ঘটে তাকেই চলক বলে ।
উদাহরণ : উচ্চতা, ওজন, আয়, বয়স ইত্যাদি । Barry F. Anderson এর মতে, “A variable is a set of mutually exclusive properties.” (1968, P- ৪) অর্থাৎ, চলক হলো পরস্পর বিচ্ছিন্ন গুণের সমাবেশ।
P. V. Young এর মতে, “A variable is any quantity or characteristics which may posses different numerical values or categories. (1948, P-280).” অর্থাৎ চলক হলো যে কোনো পরিমাণ বা বৈশিষ্ট্য যা বিভিন্ন সংখ্যামান অথবা শ্রেণিতে বিভক্ত । Johan Galtung এর মতে, “A variable is a set of values that form a lassification.” (1969, P.20) অতএব বলা যায়, গুণগত পরিমাণগত যে কোনো পরিবর্তনের সূচকই হচ্ছে চলক । বস্তুত সামাজিক গবেষণায়গুণগত ও পরিমাণগত উভয় চলকের উপরই তথ্য সংগ্রহ করা হয় ।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93-%e0%a5%a4-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/