চতুর্থ অধ্যায় সরকারের অঙ্গসমূহ Organs of Government

রকেট সাজেশন
রকেট সাজেশন

ক বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. আধুনিক সরকারের কার্যাবলি কয়ভাগে বিভক্ত ও কী কী?
উত্তর : আধুনিক সরকারের কার্যাবলি তিন ভাগে বিভক্ত। যথা :
১. আইন সংক্রান্ত কার্যাবলি, ২. বিচার সংক্রান্ত কার্যাবলি, ৩. শাসন সংক্রান্ত কার্যাবলি।

২.আধুনিক সরকারের কার্যাবলি সম্পাদনে কয়টি বিভাগ কাজ করে?

উত্তর : আধুনিক সরকারের কার্যাবলি সম্পাদন করে তিনটি বিভাগ। যথা :

৩.সরকারের তিনটি অঙ্গ কি কি?
উত্তর : আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।
১. আইন বিভাগ,
২. শাসন বিভাগ,
৩.বিচার বিভাগ।

  1. গঠন কাঠামোর দিক থেকে আইনসভা কত প্রকার?
    উত্তর : গঠন কাঠামোর দিক থেকে আইনসভা দুই প্রকার।

৫.আইন বিভাগ বা আইনসভা কী?
উত্তর : সরকারের যে বিভাগ দেশ পরিচালনার আইন প্রণয়ন করে তাকে আইন বিভাগ বলে।

৬.আইন বিভাগের প্রধান কাজ কী?
উত্তর : আইনের বিভাগের প্রধান কাজ আইন প্রণয়ন করা।

৭”Of all the organs of government the legislature undoubtedly occupies the paramound place.”-
আইনসভার গুরুত্ব সম্পর্কে উক্তিটি কার?
উত্তর: “Of all the organs of government the legislature undoubtedly occupies the paramound place.”- উক্তিটি অধ্যাপক গার্নারের।

৮.সরকারের তিনটি বিভাগের মধ্যে কোন বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উত্তর : সরকারের তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৯.“নির্বাহী ও বিচার বিভাগ উভয়েরই ক্ষমতাবলি সাধারণত আইনসভার ঘোষিত ইচ্ছানুযায়ী সীমিত হয়।” উক্তিটি কারা
উত্তর : “নির্বাহী ও বিচার বিভাগ উভয়েরই ক্ষমতাবলি সাধারণত আইনসভার ঘোষিত ইচ্ছানুযায়ী সীমিত হয়। উকিটি লাস্কির ।

১০. বেসরকারি বিল কী?
উত্তর : সংসদে যে বিল সংসদ কর্তৃক উত্থাপিত হয় তাই বেসরকারি বিল।

১১. আইনসভার ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : আইনসভার ইংরেজি প্রতিশব্দ Legislature.

১২. Legislature শব্দের উদ্ভব কোন শব্দ থেকে?
উত্তর : Legislature শব্দের উদ্ভব Legis এবং Latum নামক দুটি ল্যাটিন শব্দ থেকে।

খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন

আইন বিভাগ কী?

আইনসভার কার্যাবলি কী?

এককক্ষ বিশিষ্ট আইনসভা কী?

এককক্ষ বিশিষ্ট আইনসভার সুবিধা কী?

এককক্ষ বিশিষ্ট আইনসভার অসুবিধা কী?

দ্বিকক্ষ বিশিষ্ট্য আইনসভা কী?

দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সুবিধা কী?

বিকক্ষ বিশিষ্ট আইনসভার অসুবিধা কী?

আধুনিক রাষ্ট্রে আইনসভার ক্ষমতা ও কার্যাবলিগুলো কী কী?

আইনসভার ক্ষমতা হ্রাসের কারণ কী?

শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণ কী?

শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

গণতন্ত্রের সফলতার জন্য শাসন বিভাগের নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা আবশ্যক।

বিচার বিভাগ কী?

বিচার বিভাগের স্বাধীনতা আলোচনা কর। একটি স্বাধীন বিচার বিভাগের বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার উপায় কী?

বিচার বিভাগের কার্যাবলি কী কী?

বিচার বিভাগীয় পর্যালোচনা কী? এর বৈশিষ্ট্যবলি আলোচনা কর।

বিচার বিভাগীয় পর্যালোচনার সুবিধাসমূহ আলোচনা কর।

বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বুঝ?

শাসন বিভাগের সংজ্ঞা দাও ।

নির্বাচকমণ্ডলী কী?

রাষ্ট্রপতি শাসিত সরকার ও সংসদীয় সরকারের মধ্যে ৪টি পার্থক্য লিখ।

আইনসভা কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে?

নির্বাচকমণ্ডলীকে কেন সরকারের চতুর্থ অঙ্গ বলা হয়?

গ বিভাগ রচনা মূলক প্রশ্ন

“প্রায় প্রতিটি রাজনৈতিক ব্যবস্থায় আইনসভা নির্বাহী বিভাগের সিলমোহরে পরিণত হয়েছে।”- উক্তিটি বিশ্লেষণ কর।

আইন বিভাগের শাসন সংক্রান্ত কাজ আলোচনা কর।

শাসন বিভাগ কী? শাসন বিভাগের সংগঠন আলোচনা কর।

আধুনিক রাষ্ট্রসমূহে সরকারের শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ বিশ্লেষণ কর।

শাসন বিভাগের আইন সম্পর্কিত কার্যাবলি আলোচনা কর।

আধুনিক পুণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণীর ভূমিকা বা কার্যাবলিআলোচনা কর।

সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের পক্ষে যুক্তি দাও ।

সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের বিপক্ষে যুক্তি দাও ।

উত্তম নির্বাচন পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতির গুণাবলি বা সুবিধাসমূহ আলোচনা কর।

প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতির ত্রুটি বা অসুবিধাসমূহ আলোচনা কর ।

পরোক্ষ নির্বাচনের গুণাবলি বা সুবিধাসমূহ আলোচনা কর ।

পরোক্ষ নির্বাচনের অসুবিধাসমূহ আলোচনা কর।