ক-বিভাগ
জৈন দর্শনের প্রাচীনতা সূচিত করে কে?
উত্তর : যজুর্বেদে ঋষভ, অজিতনাথ এবং অরিস্টনেমি নামে তিনজন তীর্থঙ্কর জৈন দর্শনের প্রাচীনতা সূচিত করে।
কত জন তীর্থঙ্কর জৈন ধর্মের প্রচারক?
উত্তর : চব্বিশ জন তীর্থঙ্কর জৈন ধর্মের প্রচারক।
জৈন ধর্মের সর্বপ্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
উত্তর : জৈন ধর্মের সর্বপ্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব।
জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন?
উত্তর : জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন বর্ধমান।
বর্ধমানের অপর নাম কী?
উত্তর : বর্ধমানের অপর নাম মহাবীর।
মহাবীর কার সমসাময়িক ছিলেন?
উত্তর : মহাবীর গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন।
মহাবীরের আবির্ভাব কাল কত?
উত্তর : মহাবীরের আবির্ভাব কাল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক।
মহাবীর কখন জন্মগ্রহণ করেন?
উত্তর : মহাবীর খ্রিস্টপূর্ব ৫৯৯ শতকে জন্মগ্রহণ করেন।
মহাবীর কখন পরলোক গমন করেন?
উত্তর : মহাবীর খ্রিস্টপূর্ব ৫২৭ শতকে পরলোক গমন করেন।
কাকে জৈন ধর্মের প্রচারক ও প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়?
উত্তর : মহাবীরকে জৈন ধর্মের প্রচারক ও প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়।
মহাবীরের পূর্ববর্তী একজন তীর্থঙ্করের নাম লিখ?
উত্তর : মহাবীরের পূর্ববর্তী একজন তীর্থঙ্করের নাম পার্শ্বনাথ।
কথিত আছে মহাবীরের কত বছর পূর্বে পার্শ্বনাথের মৃত্যু হয়?
উত্তর : কথিত আছে মহাবীরের ২৫০ বছর পূর্বে পার্শ্বনাথের মৃত্যু হয়।
তীর্থঙ্কর শব্দের অর্থ কী?
উত্তর : তীর্থঙ্কর শব্দের অর্থ হলো যিনি মানুষকে নতুন পথ দেখান।
জৈনরা তীর্থঙ্করদের কী নামে অভিহিত করেন?
উত্তর : জৈনরা তীর্থঙ্করদের ‘জীন্’ নামে অভিহিত করে।
‘জি’ ধাতুর অর্থ কী?
উত্তর : ‘জি’ ধাতুর অর্থ জয় করা।
কোন ধাতু থেকে ‘জিন্ শব্দটি এসেছে?
উত্তর : জি- ধাতু থেকে ‘জিন্’ শব্দটি এসেছে।
‘জিন’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘জিন্’ শব্দটির অর্থ হলো জয়ী।
কোন শব্দ থেকে জৈন শব্দটির উৎপত্তি?
উত্তর : জিন্ শব্দ থেকে জৈন শব্দটির উৎপত্তি।
ষড়রিপু জয় করেছেন যিনি তিনি কী?
উত্তর : ষড়রিপু জয় করেছেন যিনি তিনিই জিন্।
মহাবীর কোন নগরে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর : মহাবীর বৈশালী নগরে জন্মগ্রহণ করেছিলেন।
মহাবীর কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর : মহাবীর এক ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন।
মহাবীরের পিতার নাম কী ছিল?
উত্তর : মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ।
মহাবীরের মাতার নাম কী ছিল?
উত্তর : মহাবীরের মাতার নাম ছিল ত্রিশলা।
মহাবীরের স্ত্রীর নাম কী ছিল?
উত্তর : মহাবীরের স্ত্রীর নাম ছিল যশোদা।
যশোদার গর্ভে মহাবীরের কী সন্তান জন্মগ্রহণ করে?
উত্তর : যশোদার গর্ভে মহাবীরের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে।
নন্দীবর্ধন কে?
উত্তর : নন্দীবর্ধন মহাবীরের ভ্রাতা।
মহাবীর কত বছর বয়সে সন্ন্যাস জীবন বরণ করেন?
উত্তর : মহাবীর ত্রিশ বছর বয়সে সন্ন্যাস জীবন বরণ করেন।
মহাবীর কার অনুমতি নিয়ে সন্ন্যাস জীবন বরণ করেন?
উত্তর : মহাবীর তার ভ্রাতা নন্দীবর্ধনের অনুমতি নিয়ে সন্ন্যাস জীবন বরণ করেন।
কত বছর কঠোর তপস্যার পর মহাবীর কৈবল্য লাভ করেন?
উত্তর : বার বছর কঠোর তপস্যার পর মহাবীর কৈবল্য লাভ করেন ।
কত বছর মহাবীর ধর্ম প্রচার করেন?
উত্তর : বিয়াল্লিশ বছর মহাবীর ধর্ম প্রচার করেন।
জৈনরা কী ঈশ্বরে বিশ্বাস করে?
উত্তর : জৈনরা ঈশ্বরে বিশ্বাস করে না।
কালক্রমে জৈনধর্মাবলম্বিগণ কয়টি সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়েন?
উত্তর : কালক্রমে জৈনধর্মাবলম্বিগণ দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়েন। যথা : শ্বেতাম্বর ও দিগম্বর।
মহাবীর কখন নির্বাণ লাভ করেছিলেন?
উত্তর : মহাবীর নির্বাণ লাভ করেছিলেন খ্রিস্টপূর্ব ৫২৭ অব্দে।
বুদ্ধদেব কখন নির্বাণ লাভ করেছিলেন?
উত্তর : বুদ্ধদেব নির্বাণ লাভ করেছিলেন খ্রিস্টপূর্ব ৫৪৩ অব্দে।
জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের তুলনায় কী?
উত্তর : জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের তুলনায় অনেক প্রাচীন।
কতগুলি গ্রন্থ জৈন ধর্ম শাস্ত্রগুলির অর্ন্তভুক্ত?
উত্তর : চুরাশিটি গ্রন্থ জৈন ধর্ম শাস্ত্রগুলির অর্ন্তভুক্ত।
চুরাশিটি গ্রন্থের মধ্যে কতটি সুত্র গ্রন্থ ছিল?
উত্তর : চুরাশিটি গ্রন্থের মধ্যে একচল্লিশটি ছিল সূত্র গ্রন্থ।
চুরাশিটি গ্রন্থের মধ্যে কতটি নিযুক্তি বা ভাষ্য ছিল?
উত্তর : চুরাশিটি গ্রন্থের মধ্যে বারটি নিযুক্তি বা ভাষ্য ছিল।
চুরাশিটি গ্রন্থের মধ্যে কতটি মহাভাষ্য ছিল?
উত্তর : চুরাশিটি গ্রন্থের মধ্যে একটি মহাভাষ্য ছিল।
একচল্লিশটি সূত্র গ্রন্থের মধ্যে অঙ্গ কয়টি?
উত্তর : একচল্লিশটি সূত্র গ্রন্থের মধ্যে অঙ্গ এগারটি।
একচল্লিশটি সূত্র গ্রন্থের মধ্যে উপাঙ্গ কয়টি?
উত্তর : একচল্লিশটি সূত্র গ্রন্থের মধ্যে উপাঙ্গ বারটি।
একচল্লিশটি সূত্র গ্রন্থের মধ্যে বেদ কয়টি?
উত্তর : একচল্লিশটি সূত্র গ্রন্থের মধ্যে বেদ পাঁচটি।
‘কল্পসূত্র’ গ্রন্থটি কার লিখা?
উত্তর : ‘কল্পসূত্র’ গ্রন্থটি ভদ্রবাহুর লিখা।
জৈন দর্শনের গ্রন্থগুলো প্রথমে কোন ভাষায় লিখিত হয়েছিল?
উত্তর : জৈন দর্শনের গ্রন্থগুলো প্রথমে প্রাকৃত ভাষায় লিখিত হয়েছিল ।
উমাস্বামীর একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লিখ?
উত্তর : উমাস্বামীর একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম হলো ‘তত্ত্বার্থাধিগমসূত্র’।
জৈন ধর্মের সব মূলনীতিগুলোর উল্লেখ কোন গ্রন্থে দেখা যায়?
উত্তর : জৈন ধর্মের সব মূলনীতিগুলোর উল্লেখ ‘তত্ত্বার্থাধিগমসূত্র’ গ্রন্থে দেখা যায়।
জৈন জ্ঞানতত্ত্ব ও যুক্তি বিদ্যা সম্পৰ্কীয় ২ টি গ্রন্থের নাম লিখ?
উত্তর : জৈন জ্ঞানতত্ত্ব ও যুক্তি বিদ্যা সম্পর্কীয় ২ টি গ্রন্থের নাম হলো : প্রমেয়্যকমলমার্তন্ড এবং প্রমাণ, তত্ত্বালোকালংকার।
জৈন নীতি তত্ত্ব সম্পর্কিত একটি খ্যাতনামা গ্রন্থের নাম লিখ?
উত্তর : জৈন নীতি তত্ত্ব সম্পর্কিত একটি খ্যাতনামা গ্রন্থের নাম হলো হেমচন্দ্র সূরির যোগশাস্ত্র।
খ-বিভাগ
প্রশ্ন।১।মহাবীরের পরিচয় দাও।
প্রশ্ন।২।মহাবীরকে জৈন দর্শনের প্রতিষ্ঠাতা বলা হয় কেন?
প্রশ্ন।৩।শ্বেতস্বর ও দিগম্বর সম্পর্কে যা জান লিখ ।
প্রশ্ন॥৪॥জৈন দর্শন নাস্তিক্যবাদী দর্শন’- সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৫॥জৈন দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
প্রশ্ন॥৬॥জৈন মতে, কৈবল্য বা মোক্ষলাভ সংক্ষেপে বর্ণনা কর।
প্রশ্ন॥৭॥জৈন মতে, জ্ঞানের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৮॥জীব ও অজীবের মধ্যে পার্থক্য কর।
প্রশ্ন॥৯॥জৈন দর্শনের মৌলিক ধারণাসমূহ কী কী?
প্রশ্ন॥১০৷জৈন দর্শন বহুত্ববাদী দর্শন’ সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন৷১১।জৈন মতে, জ্ঞানের উৎস কী?
প্রশ্ন৷ ১২৷জৈন দর্শনে জীব ও অজীব বলতে কী বুঝায়?
প্রশ্ন।১৩।জৈন দর্শনে আত্মা বা জীব বলতে কী বুঝায়?
প্রশ্ন৷১৪৷প্রমাণ সম্পর্কে চার্বাক মতবাদের জৈনরা কীভাবে খণ্ডন করেছেন?
প্রশ্ন॥১৫।অস্তিকায় ও অনস্তিকায় দ্রব্যের পার্থক্য কী
প্রশ্ন।১৬।আগন্তুক গুণ বলতে জৈনরা কী বুঝিয়েছেন?
প্রশ্ন॥১৭।জৈন মতে জ্ঞানের স্বরূপ কী?
প্রশ্ন।১৮।জৈন জ্ঞানতত্ত্ব বলতে কী বুঝ?
প্রশ্ন।১৯।শ্ৰুত কী?
প্রশ্ন৷২০৷জৈন স্যাদবাদের সাথে জৈন নিরীশ্বরবাদ সংগতিপূর্ণ কি না?
প্রশ্ন৷২১।জৈনরা কীভাবে প্রমাণ সম্পর্কে চার্বাক মতবাদের সমালোচনা করেন? সংক্ষেপে লিখ ।
প্রশ্ন৷২২।জৈন পরমাণুর সাথে ন্যায়, বৈশেষিক ও গ্রিক পরমাণুর পার্থক্য লিখ।
প্রশ্ন৷২৩৷জৈন পরমাণুবাদ কী? সংক্ষেপে লিখ।
প্রশ্ন৷২৪।দেশ ও কাল বলতে কী বুঝ?
প্রশ্ন৷২৫৷পঞ্চ মহাব্রত কী?
প্রশ্না২৬৷ ব্রহ্মচর্য ও অপরিগ্রহ বলতে কী বুঝ?
প্রশ্ন৷২৭৷ সম্যক চরিত্র বলতে কী বুঝ?
প্রশ্ন৷২৮৷ অহিংসা বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷২৯৷ জৈন দর্শনে দ্রব্যের শ্রেণিবিভাগ লিখ।
প্রশ্ন।৩০।জৈন দর্শনের নীতিবিদ্যা বলতে কী বুঝ?
প্রশ্ন।৩১।জৈন স্যাদবাদ বলতে কী বুঝ?
প্রশ্ন।৩২।সপ্তভঙ্গি নয় তত্ত্ব সংক্ষেপে লিখ।
প্রশ্ন।৩৩।জীব বা আত্মার বন্ধন কী?
প্ৰশ্ন৷৩৪৷৷জীব বা আত্মার মুক্তি কী?
প্রশ্ন৷৩৫৷ অনেকান্তবাদ বলতে কী বুঝ?
প্রশ্ন।৩৬।সম্যক দর্শন বলতে কী বুঝ?
প্রশ্ন ৩৭৷ জৈন নিরীশ্বরবাদ বলতে কী বুঝ?
প্রশ্ন৷৩৮৷ধর্ম ও অধর্ম বলতে কী বুঝ?
প্রশ্ন।৩৯।সত্য ও অস্তেয় বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৪০৷জৈন দর্শনে ঈশ্বরের স্থান সংক্ষেপে লিখ।
গ-বিভাগ
প্রশ্ন॥১॥জৈন তত্ত্ববিদ্যা আলোচনা কর।
প্রশ্ন॥২॥যুক্তি সম্পর্কে জৈনদের অভিমত আলোচনা কর।
প্রশ্ন।৩।জৈন জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা ও বিশ্লেষণ কর।
প্রশ্ন।৪।আত্মা সম্পর্কে জৈন মত ব্যাখ্যা কর
প্রশ্ন।৫।জৈন দর্শনের নীতিবিদ্যা আলোচনা কর।
প্রশ্ন॥৬॥জৈন স্যাদবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
প্রশ্ন॥৭॥জৈন স্যাদবাদ আলোচনা কর। তাদের দ্রব্য সংক্রান্ত মতবাদের সাথে এটা কি সঙ্গতিপূর্ণ?
প্রশ্ন৷৮।জৈন মতে জ্ঞানের স্বরূপ আলোচনা কর। এ প্রসঙ্গে সপ্তজ্ঞানী নয় তত্ত্ব ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৯॥জৈন অবধারণ তত্ত্ব হিসেবে স্যাদবাদ ব্যাখ্যা কর।
প্রশ্ন।১০।জৈন দর্শনে ঈশ্বরের স্থান ব্যাখ্যা কর।
প্রশ্ন।১১।জৈন নিরীশ্বরবাদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এ মতবাদ কি স্যাদবাদের সাথে সঙ্গতিপূর্ণ?