চতুর্থ অধ্যায়, ইসলামি চিন্তায় বিভিন্ন সম্প্রদায়ের উৎপত্তির কারণ এবং তাদের মতবাদসমূহ : জাবারিয়া ও কাদারিয়া

ক-বিভাগ

আরবি কোন শব্দ থেকে ‘জাবারিয়া’ কথাটির উৎপত্তি হয়েছে?
উত্তর : আরবি ‘জবর’ শব্দ থেকে ‘জাবারিয়া’ কথাটির উৎপত্তি হয়েছে।
‘জবর’ মানে কী?
উত্তর : ‘জবর’ মানে হলো বাধ্যতা, নিয়তি, অদৃষ্ট।
জাবারিয়া সম্প্রদায়ের প্রধান প্রবক্তা কে?
উত্তর : জাবারিয়া সম্প্রদায়ের প্রধান প্রবক্তা হলেন জাহম ইব্‌ন সাফওয়ান।
আলাহর স্বেচ্ছাচারে বিশ্বাস ও মানুষের ইচ্ছার স্বাধীনতার অস্বীকৃতির পরিণতি হিসেবে কোন সম্প্রদায়ের উদ্ভব ঘটে?
উত্তর : আলাহর স্বেচ্ছাচারে বিশ্বাস ও মানুষের ইচ্ছার স্বাধীনতার অস্বীকৃতির পরিণতি হিসেবে জাবারিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
শাহরিস্তানি জাবারিয়া সম্প্রদায়কে কয়টি দলে বিভক্ত করেন?
উত্তর : শাহরিস্তানি জাবারিয়া সম্প্রদায়কে দুটি দলে বিভক্ত করেন।
জাবারিয়া সম্প্রদায়ের দুটি দলের নাম কী?
উত্তর : জাবারিয়া সম্প্রদায়ের দুটি দলের নাম হলো : ১. একটি দল গোঁড়া জাবারিয়া ২. অপরটি মধ্যমপন্থি।
শাহরিস্তানি জাবারিয়াদের কয়টি উপদলের নির্দেশ করেন?
উত্তর : শাহরিস্তানি জাবারিয়াদের তিনটি উপদলের নির্দেশ করেন।
জাবারিয়াদের তিনটি উপদলের নাম কী?
উত্তর : জাবারিয়াদের তিনটি উপদলের নাম হলো : ১. জাহামিয়া, ২. নাজ্জারিয়া ও ৩. জিরারিয়া।
নাজ্জারিয়া উপদলটি কয় শতাব্দী পরে আশারিয়া সম্প্রদায়ে রূপান্তরিত হয়?
উত্তর : নাজ্জারিয়া উপদলটি দুই শতাব্দী পরে আশারিয়া সম্প্রদায়ে রূপান্তরিত হয়।
জাবারিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ কোন সম্প্রদায়ের উদ্ভব ঘটে?
উত্তর : জাবারিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়াস্বরূপ কাদারিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন জাৰ্ম ইব্‌ন সাফওয়ান।
কত খ্রিস্টাব্দে জাৰ্ম ইব্‌ন সাফওয়ান মৃত্যুবরণ করেন?
উত্তর : ৭৪৫ খ্রিস্টাব্দে জাৰ্ম ইন সাফওয়ান মৃত্যুবরণ করেন।
জাবারিয়রা সম্পূর্ণরূপে কিসে বিশ্বাস করেন?
উত্তর : জাবারিয়রা সম্পূর্ণরূপে অদৃষ্টবাদে বিশ্বাস করেন।
বিখ্যাত ইমাম কে ছিলেন?
উত্তর : বিখ্যাত ইমাম ছিলেন ইমাম হাসান আল বসরী।
কাদারিয়া সম্প্রদায়ের চিন্তার বীজ বপন করেছিলেন কে?
উত্তর : কাদারিয়া সম্প্রদায়ের চিন্তার বীজ বপন করেছিলেন ইমাম হাসান আল বসরী।
কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন মা’বাদ আল জুহানি।
উমাইয়া শাসকদেরকে দুর্বৃত্ত ও পাপচারী বলে অভিহিত করেন কে?
উত্তর : উমাইয়া শাসকদেরকে দুবৃত্ত ও পাপাচারী বলে অভিহিত করেন মা’বাদ আল-জুহানি।
কার আদেশে মা’বাদ আল জুহানিকে মৃত্যুবরণ করতে হয়?
উত্তর : খলিফা আবদুল মালিকের আদেশে মা’বাদ আল-জুহানিকে মৃত্যুবরণ করতে হয়।
‘The Spirit of Islam’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘The Spirit of Islam’ গ্রন্থের রচয়িতা হলেন Syed Ammer Ali,
মানুষের ইচ্ছার স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য মা’বাদ আল-জুহানির মত কাকে মৃত্যুবরণ করতে হয়?
উত্তর : মানুষের ইচ্ছার স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য মা’বাদ আল-জুহানির মত খিলান দামেস্কিকেও মৃত্যুবরণ করতে হয়।
কাদারিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটে কিভাবে?
উত্তর : কাদারিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটে জাবারিয়া সম্প্রদায়ের প্রতিক্রিয়াস্বরূপ।
আরবি কোন শব্দ থেকে ‘কাদারিয়া’ কথাটি এসেছে?
উত্তর : আরবি ‘কদর’ শব্দ থেকে ‘কাদারিয়া’ কথাটি এসেছে।
‘কদর’ মানে কী?
উত্তর : ‘কদর’ মানে শক্তি।
কালের গতিতে মোশাব্বিহা বা সেফাতি সম্প্রদায় ও পরে আশারিয়া সম্প্রদায়ে রূপান্তরিত হয় কোন সম্প্রদায়?
উত্তর : কালের গতিতে মোশাব্বিহা বা সেফাতি সম্প্রদায় ও পরে আশারিয়া সম্প্রদায়ে রূপান্তরিত হয় জাবারিয়া সম্প্রদায়।
মুসলিম দর্শনের প্রথম বলিষ্ঠ চিন্তানায়ক গোষ্ঠী কারা?
উত্তর : মুসলিম দর্শনের প্রথম বলিষ্ঠ চিন্তানায়ক গোষ্ঠী হলো জাবারিয়া ও কাদারিয়া চিন্তাবিদরা।
মুসলিম জাতির স্বাধীন চিন্তার অগ্রপথিক কে?
উত্তর : মুসলিম জাতির স্বাধীন চিন্তার অগ্রপথিক কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মা’বাদ ।
স্বাধীন চিন্তার নির্ভীক কাদের পুণ্যরক্তে স্নাত হয়ে এর গতিবেগ দুর্বার হয়ে উঠে?
উত্তর : স্বাধীন চিন্তার নির্ভীক সিপাহসালাদের পুণ্যরক্তে স্নাত হয়ে এর গতিবেগ দুর্বার হয়ে উঠে।
মা’বাদ আল জুহানি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : মা’বাদ আল জুহানি ৬৯৯ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
অদৃষ্টবাদী ভাবধারার প্রতিক্রিয়াস্বরূপ কোন মতবাদের উদ্ভব ঘটে?
উত্তর : অদৃষ্টবাদী ভাবধারার প্রতিক্রিয়াস্বরূপ কাদারিয়া মতবাদের উদ্ভব ঘটে।
মানুষের ইচ্ছার স্বাধীনতার সমর্থক কারা?
উত্তর : মানুষের ইচ্ছার স্বাধীনতার সমর্থক হলেন কাদারিয়া সম্প্রদায়।
কাদারিয়া সম্প্রদায়ে মানুষ কিসের জন্য দায়ী?
উত্তর : কাদারিয়া সম্প্রদায়ে মানুষ তার অশুভ কর্মের জন্য দায়ী।
মা’বাদ আল জুহানি কাকে দুঃশাসন ও দুষ্কর্মের জন্য দোষারোপ করেন?
উত্তর : মা’বাদ আল জুহানি উমাইয়াদেরকে দুঃশাসন ও দুষ্কর্মের জন্য দোষারোপ করেন।
কাদারিয়া সম্প্রদায় কোন ভাবধারা থেকে উদ্ভব হয়েছে?
উত্তর : কাদ।রিয়া সম্প্রদায়ের চিন্তাধারা বৈদিক ভাবধারা থেকে উদ্ভূত নয়, বরং দেশীয় ভাবধারা থেকে উদ্ভব হয়েছে।
মানুষের ইচ্ছার স্বাধীনতাকে অস্বীকার করেন কোন সম্প্রদায়?
উত্তর : মানুষের ইচ্ছার স্বাধীনতাকে অস্বীকার করেন জাবারিয়া সম্প্রদায়।
মানুষের সমুদয় কার্য সম্পূর্ণরূপে আলাহর সার্বভৌম ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত এটি কাদের মত?
উত্তর : মানুসের সমুদয় কার্য সম্পূর্ণরূপে আলাহর সার্বভৌম ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত এটি জাবারিয়া চিন্তাবিদদের মত।
মানুষের ইচ্ছার স্বাধীনতার প্রাধান্য দিয়ে এবং অদৃষ্টকে প্রত্যাখ্যান করে ইসলামে যে সম্প্রদায়ের উদ্ভব ঘটে তাকে কী বলে?
উত্তর : মানুষের ইচ্ছার স্বাধীনতার প্রাধান্য দিয়ে এবং অদৃষ্টকে প্রত্যাখ্যান করে ইসলামে যে সম্প্রদায়ের উদ্ভব ঘটে তাকে কাদারিয়া সম্প্রদায় বলে।
অদৃষ্ট ও পূর্বনির্ধাণকে প্রাধান্য দিয়ে এবং মানুষের ইচ্ছার স্বাধীনতাকে প্রত্যাখ্যান করে ইসলামে যে সম্প্রদায়ের উদ্ভব
ঘটে তাকে কী বলে?
উত্তর : অদৃষ্ট ও পূর্ব নির্ধারণকে প্রাধান্য দিয়ে এবং মানুষের ইচ্ছার স্বাধীনতাকে প্রত্যাখ্যান করে ইসলামে যে সম্প্রদায়ের উদ্ভব ঘটে তাকে জাবারিয়া সম্প্রদায় বলে।
ইচ্ছার স্বাধীনতা সম্পর্কীয় বিতর্কের ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করার কথা বলে কে?
উত্তর : ইচ্ছার স্বাধীনতা সম্পর্কীয় বিতর্কের ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করার কথা বলে ইসলাম :
মধ্যপন্থা অবলম্বন করে কোন ধর্ম?
উত্তর : মধ্যপন্থা অবলম্বন করে ইসলাম ধর্ম।
জাহম বিন সাফওয়ান কোন জায়গার সচিব ছিলেন?
উত্তর : জাহম বিন সাফওয়ান খুরাসানের গভর্ণর আল হারিম বিন সুরয়িজের সচিব ছিলেন।
উমাইয়া শাসকদের অনেকেই কেমন ছিলেন?
উত্তর : উমাইয়া শাসকদের অনেকেই ছিলেন দুষ্কৃতিপরায়ন।
ইমাম হাসান আল বসরীর শিষ্য কে ছিলেন?
উত্তর : ইমাম হাসান আল বসরীর শিষ্য ছিলেন মা’বাদ আল জুহানী ।
মা’বাদ আল জুহানী ব্যক্তিগত জীবনে কি ছিলেন?
উত্তর : মা’বাদ আল জুহানি ব্যক্তিগত জীবনে ছিলেন একজন স্কুল শিক্ষক ও মুহাদ্দিস।
মা’বাদ আল জুহানির শিষ্য কে ছিলেন?
উত্তর : মা’বাদ আল জুহানির শিষ্য ছিলেন গাইলান দামেস্কী।
কিসের জন্য দামেস্কে জনৈক যোনকে টাকশালের চাকরি হতে বরখাস্ত করেন?
উত্তর : খলিফা হিশাম কাদারিয়া মতবাদের জন্য দামেস্কে জনৈক যোনকে টাকশালের চাকরি হতে বরখাস্ত করেন।
দামেস্কে কাকে চাকরি হতে বরখাস্ত করা হয়?
উত্তর : দামেস্কে জনৈক যোনকে চাকরি হতে বরখাস্ত করা হয়।
কাদারিয়া ও জাবারিয়া সম্প্রদায়ের মূল উৎস কী?
উত্তর : কাদারিয়া ও জাবারিয়া সম্প্রদায়ের মূল উৎস কুরআন।
কার নির্দেশে মা’বাদ আল জুহানিকে মৃত্যুদণ্ড দেয়া হয়?
উত্তর : খলিফা আবদুল মালেকের নির্দেশে সংবাদ আল জুহানিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥ জাবারিয়া সম্প্রদায় কারা?
প্রশ্ন॥২॥জাবারিয়াদের মৌলিক বিশ্বাস সম্পর্কে লেখ ।
প্রশ্ন।৩।ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে জাবারিয়াদের মতবাদ সংক্ষেপে লেখ ।
প্রশ্ন॥৪॥কাদারিয়া সম্প্রদায় বলতে কী বুঝ?
প্রশ্ন॥৫।কাদারিয়া সম্প্রদায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ লেখ ।
প্রশ্ন॥৬॥আল কুরআনের আলোকে কাদারিয়াদের দলিল উল্লেখ কর।
প্রশ্ন॥৭॥ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে কাদারিয়াদের মতবাদ সংক্ষেপে লিখ।

গ-বিভাগ

প্রশ্ন।১।জাবারিয়া সম্প্রদায় কারা? তাদের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
প্রশ্ন।২।জাবারিয়া সম্প্রদায় কারা? ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে তাদের মতবাদসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৩॥জাবারিয়া সম্প্রদায় কারা? তাদের মৌলিক বিশ্বাস সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৪।কাদারিয়া সম্প্রদায় কারা? ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে তাদের মতবাদ আলোচনা কর।
প্রশ্ন।৫।কাদারিয়া সম্প্রদায় কারা? তাদের মতবাদসমূহ আলোচনা কর।
প্রশ্ন।৬।ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে জাবারিয়া ও কাদারিয়াদের মতবাদের তুলনামূলক আলোচনা কর।