চতুর্থ অধ্যায়,সমস্যা

ক বিভাগ

সমস্যার ইংরেজি শব্দ কী?
উত্তর : সমস্যার ইংরেজি শব্দ ‘Problem’
বিজ্ঞানের গবেষণা বা আবিষ্কারের কাজ কীভাবে শুরু হয়?
উত্তর : কোন না কোন সমস্যাকে কেন্দ্র করে বিজ্ঞানের গবেষণা বা আবিষ্কারের কাজ শুরু হয়।
কী ব্যতীত বৈজ্ঞানিক অনুসন্ধানের কোন অর্থ হয় না?
উত্তর : সমস্যা ব্যতীত বৈজ্ঞানিক অনুসন্ধানের কোন অর্থ হয় না।
বৈজ্ঞানিক গবেষণাকে বুঝতে হলে প্রথমে কোন বিষয়টি জানতে হবে?
উত্তর : বৈজ্ঞানিক গবেষণাকে বুঝতে হলে প্রথমে যে বিষয়টি জানতে হবে তা হলো সমস্যা।
সমস্যাকে অন্য কী বলা যেতে পারে?
উত্তর : সমস্যাকে অন্য গবেষণায় সমস্যা’ বলা যেতে পারে।
কারলিঞ্জার (Kerlinger) মতে, সমস্যা কী?
উত্তর : কারলিঞ্জার (Kerlinger) মতে, “সমস্যা হলো এমন একটি প্রশ্নবোধক বাক্য বা উক্তি, যা দুই বা ততোধিক
চলের মধ্যকার সম্পর্ককে জানতে চায়।”
গবেষণায় ব্যবহৃত সমস্যা কী?
উত্তর : কোন গবেষণায় নিরপেক্ষ চলের সাথে সাপেক্ষ চলের সম্পর্কের প্রকৃতি জানাটাই হচ্ছে গবেষণায় ব্যবহৃত সমস্যা।
সমস্যা সমাধানের জন্য কী প্রয়োজন?
উত্তর : সমস্যা সমাধানের জন্য গবেষণা প্রয়োজন।
কিসের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়?
উত্তর : গবেষণার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়।
কয়টি উপায়ে যে কোন সমস্যা সম্বন্ধে অবহিত হওয়া যায় ও কী কী?
উত্তর : তিনটি উপায়ে যে কোন সমস্যা সম্বন্ধে অবহিত হওয়া যায়। যথা: ১. জ্ঞানের অসম্পূর্ণতা, ২. পরস্পরবিরোধী ফলাফল এবং ৩. তথ্যের ব্যাখ্যা।
ফিসার, লেইং ও স্টোয়েকল (Fisher, Laing and Stoeckel, 1991) এর মতে, সমস্যার সংজ্ঞাটি লিখ।
উত্তর : ফিসার, লেইং ও স্টোয়েকল (Fisher, Laing and Stoeckel, 1991) এর মতে, “সমস্যা হলো এক ধরনের প্রত্যক্ষিত অসুবিধা, কোন বস্তুর অবস্থানগত কারণে অনুভূত অস্বাচ্ছন্দ্য, কারো প্রত্যাশা ও বাস্তবতার মধ্যকার
অসামঞ্জস্যতা।”
সমস্যার উপর ভিত্তি করে কী তৈরি হয়?
উত্তর : সমস্যার উপর ভিত্তি করে তৈরি হয় অনুকল্প বা প্রকল্প (Hypothesis)।
একটি সত্যিকার বৈজ্ঞানিক সমস্যা কী জন্ম দিতে পারে?
উত্তর : একটি সত্যিকার বৈজ্ঞানিক সমস্যা একটি ভালো গবেষণার জন্ম দিতে পারে।
গবেষণামূলক সমস্যার উৎসমূল কোথায় নিহিত?
উত্তর : গবেষণামূলক সমস্যার উৎসমূল গবেষকের চিন্তার মধ্যেই নিহিত।
গবেষণামূলক সমস্যা কী?
উত্তর : গবেষণা কাজের ব্যবহারের জন্য গবেষক তার চিন্তায় যে সকল সমস্যার জন্ম দেন তাই গবেষণামূলক সমস্যা।
সমস্যার উৎস কয়টি ও কী কী?
উত্তর : সমস্যার উৎস পাঁচটি। যথা: ১. পূর্ববর্তী গবেষণা, ২. সাহিত্য পর্যালোচনা, ৩. প্রাকৃতিক ঘটনাবলি, ৪. অন্তদর্শন এবং ৫. যৌক্তিক চিন্তা।
কোন গবেষণার প্রথম ও প্রধান শর্ত কী?
উত্তর : কোন গবেষণার প্রথম ও প্রধান শর্ত হলো সমস্যা
গবেষণা পরিচালনার পূর্বে কী করতে হয়?
উত্তর : গবেষণা পরিচালনার পূর্বে সমস্যা নির্বাচন করতে হয়। লে
গবেষণার সমস্যা নির্বাচন প্রক্রিয়াটি কয়টি ধাপে সম্পন্ন করা হয় ও কী কী?
উত্তর : গবেষণায় সমস্যা নির্বাচন প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন করা হয়। যথা: ১. গবেষণা সমস্যার ক্ষেত্র নির্বাচন,
২. সমস্যা চিহ্নিতকরণ ও ৩. সমস্যার বিশ্লেষণ ও ব্যাখ্যা।
গবেষণামূলক সমস্যা নির্বাচন কয়টি ধাপে করতে হয়?
উত্তর : গবেষণামূলক সমস্যা নির্বাচন চারটি ধাপে করতে হয়।
সঠিক সমস্যা সনাক্ত করতে কয়টি দিকের প্রতি নজর দিতে হয় ও কী কী?
উত্তর : সঠিক সমস্যা সনাক্ত করতে দুইটি দিকের প্রতি নজর দিতে হয়। যথা- ১. বাহ্যিক শর্ত ও ২. অভ্যন্তরীণ শর্ত।
বাহ্যিক শর্তগুলো কী কী?
উত্তর : বাহ্যিক শর্তগুলো হলো- ১. সমস্যার নতুনত্ব, ২. সমস্যার তাৎপর্য, ৩. সমস্যার উৎস, ৪. সমস্যার সংশ্লিষ্ট কৌশল, ৫. স্পনসরশীপ, ৬. কাজ করার পরিবেশ ও শর্ত।
অভ্যন্তরীণ শর্তগুলো কী কী?
উত্তর : অভ্যন্তরীণ শর্তগুলো হলো- ১. গবেষকের আগ্রহ, ২. বুদ্ধিবৃত্তিক, ৩. গবেষণা পরিচালনা দক্ষতা, ৪. ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলি, ৫. আর্থিক খরচের সামর্থ্য, ৬. ব্যক্তিগত ঝুঁকি, ৭. সময়সূচি ও ৮. প্রেষণা।
সমস্যা সংজ্ঞায়নের প্রয়োজনীয়তাগুলো কী কী?
উত্তর : সমস্যা সংজ্ঞায়নের প্রয়োজনীয়তাগুলো হলো- ১. কার্যকরী সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে, ২. বৈজ্ঞানিক বৈশিষ্ট্যায়নের ক্ষেত্রে, ৩. বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির জন্য, ৪. গবেষণার ক্ষেত্র নির্ধারণের জন্য, ৫. নক্শা প্রণয়নের জন্য ও ৬. সমস্যার সাথে সমাধানের সমন্বয়ের জন্য।
সমস্যা বিবৃতকরণের ধাপ কয়টি?
উত্তর : সমস্যা বিবৃতকরণের ধাপ ১৮টি।

খ বিভাগ

প্রশ্ন।।১।। সমস্যা বলতে কী বুঝ?
প্রশ্ন।।২।। সমস্যা সংজ্ঞায়নের প্রয়োজনীয়তা লিখ।
প্রশ্ন।।৩।। সমস্যা সংজ্ঞায়ন সম্পর্কিত কৌশলসমূহ কী কী?
প্রশ্ন॥৪॥ সমস্যার উৎসগুলো লিখ।
প্রশ্ন॥৫॥ গবেষণামূলক সমস্যার নির্বাচন প্রক্রিয়াটি লিখ।
প্রশ্ন।।৬।। গবেষণা সমস্যার ক্ষেত্র নির্বাচন প্রক্রিয়াটি লিখ।
প্রশ্ন॥৭॥ সমস্যা শনাক্তকরণ প্রক্রিয়াটি লিখ।
সমস্যা কীভাবে শনাক্ত করা যায়?

প্রশ্ন॥৮॥ সমস্যার উৎস হিসেবে পূর্ববর্তী গবেষণা ও সাহিত্য পর্যালোচনা সংক্ষেপে লিখ।
প্রশ্ন।।৯।। সমস্যার উৎস হিসেবে অন্তর্দর্শন ও প্রাকৃতিক ঘটনাবলি সংক্ষেপে লিখ।
প্রশ্ন।।১০।। গবেষণা সমস্যার বিরোধী ফলাফল বলতে কী বুঝ?
প্রশ্ন।।১১।। সমস্যায় তথ্যের ব্যাখ্যা বলতে কী বুঝ?

গ বিভাগ

প্রশ্ন।।১।। সমস্যা কী? গবেষণামূলক সমস্যার নির্বাচন প্রক্রিয়া আলোচনা কর।
প্রশ্ন।।২।। সমস্যা কী? সমস্যার উৎসসমূহ আলোচনা কর।
প্রশ্ন।।৩।। সমস্যা কী? সমস্যা সংজ্ঞায়নের প্রয়োজনীয়তা আলোচনা কর।
প্রশ্ন।।৪।। সমস্যা কী? সমস্যা সংজ্ঞায়ন সম্পর্কিত কৌশলসমূহ আলোচনা কর।