অথবা, গ্রামীণ ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি?
অথবা, গ্রামীণ ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো লিখ।
অথবা, গ্রামীণ ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো তুলে ধর।
উত্তর।। ভূমিকা : গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি বিশেষায়িত ব্যাংক। এটি কোনো এনজিও নয়।দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। গ্রামীণ ব্যাংক গ্রামের মানুষের ঋণদানের মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে থাকে।
গ্রামীণ ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য : গ্রামীণ ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ নিম্নে বর্ণনা করা হলো :
১. আয় উপার্জনকারী কাজের জন্য গ্রামীণ দরিদ্র ও ভূমিহীনদের সহজশর্তে ঋণদান করা।
২. দরিদ্র জনগোষ্ঠীর শ্রমের মূল্য ও মর্যাদা প্রতিষ্ঠিত করা অন্যতম লক্ষ্য।
৩. দরিদ্র শ্রেণিকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে তাদের জীবনমানের উন্নয়ন করা।
৪. গ্রামের দরিদ্র ও ভূমিহীনদেরকে ভূস্বামী ও মহাজনদের নির্যাতন ও শোষণের হাত থেকে রক্ষা করা।
৫. গ্রামের বেকার জনগোষ্ঠীর আয় রোজগারের ব্যবস্থা করে তাদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা।
৬. গ্রামের জনগণের মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং সুষ্ঠু আর্থসামাজিক পরিবেশ সৃষ্টিতে সহায়তা করা।
৭. দারিদ্র্যের দুষ্টচক্রকে উৎপাদনশীল ও সম্প্রসারণশীল ব্যবস্থায় রূপান্তরিত করা।
৮. ব্যাংকিং এর সুবিধা নারী ও পুরুষের মধ্যে বৃদ্ধি করা।
৯. অব্যবহৃত মানব সম্পদকে স্বনিয়োজিত কর্মকাণ্ডে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় সুযোগসুবিধা সৃষ্টি করা।
১০. গ্রামের দারিদ্র্যপীড়িত অসহায় জনগোষ্ঠীর মধ্যে পুঁজি সরবরাহের মাধ্যমে তাদের স্থবির জীবনকে সচল করা।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, উপর্যুক্ত কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামীণ জনগণকে উন্নয়নমূলক কর্মকারে নিয়োজিত করে তাদের জীবনমানের উন্নয়ন সাধনই গ্রামীণ ব্যাংকের প্রধান উদ্দেশ্য। বর্তমানে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে অনেকেই তাদের জীবনের উন্নতি ঘটিয়েছেন।