Rule 1 : Subject + Can + Verb এর base form + Extension. – ( কোনো কিছু করতে পারি ,পারে, পারো, পারেন)
💦 আমি ইংরেজিতে কথা বলতে পারি।
= I can speak English.
💦 আমাক বাবা দাবা খেলতে পারে।
= My father can play chess.
💦 বাংলাদেশ ক্রিকেটে যে কোনো দেশকে হারাতে পারে।
= Bangladesh can defeat any country in cricket.
💦 তুমি এখানে বসতে পার।
= You can sit here.
💦 মাশরাফি বিন মর্তুজা এই টুর্নামেন্টে ১০ উইকেট নিতে পারে।
= Mashrafe bin Mortuza can take 10 wickets in this tournament.
💦 আমি কি তোমার ল্যাপটপটা ব্যবহার করতে পারি?
= Can I use your laptop ?
💦 সে দৌড়াতে পারে না।
= She cannot run.
💦 লোডশেডিং আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি করতে পারে।
= Load-shedding can create many problems in every field of our lives.
💦 তারা আজ বাড়ি আসতে পারে।
= They can come home today.
💦 যথার্থ শিক্ষা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
= Proper education can play an important role in our life.
💦 আমাদের সরকার ২০২২ সালে আমাদের দেশ থেকে সম্পূর্ণভাবে দুর্নীতি নির্মূল করতে পারে।
= Our government can root corruption completely from our country in 2022.
Can মানে পারা বা সক্ষম হওয়া।
Can একটি Modal verb তাই এর পরে Verb এর base form ছারা বসেনা।
তাহলে অনান্য সময় পারার ক্ষেত্রে কি করবো?
Can এর Synonym হলো be able to.
এই বিষয়ে আরো ৪ টা Rules…
Rule 2: Subject + am/is/are + being able to + Verb এর present form + extension. – (কোনো কিছু করতে পারতেছি, পারতেছে, পারতেছো, পারতেছেন/ পারছে , পারছি, পারছো, পারছেন)
💦 আমি বইটি পড়তে পারতেছি।
= I am being able to read the book.
💦 সে শুনতে পারতেছে ।
= She is being able to listen.
💦 তারা আসতে পারতেছে।
= They are being able to come.
💦 তুমি কি লিখতে পারছো?
= Are you being able to write?
💦 সে প্রচুর মাছ ধরতে পারতেছে।
= He is being able to catch a lot of fishes.
💦 আমরা বুঝতে পারতেছি।
= We are being able to understand.
💦 তারা যেতে পারছে না।
= They are not being able to go..
💦 পারিসা গান গাইতে পারতেছে।
= Parisha is being able to sing.
💦 সে দৌড়াতে পারতেছে।
= He is being able to run.
💦 আমি ইংরেজিতে কথা বলতে পারছি।
= I am being able to speak English.
Rule 3: Subject + have/has been able to + Verb এর present form + extension. – (কোনো কিছু করতে পেরেছি, পেরেছে, পেরেছো,পেরেছেন)
💦 আমার বাবা বিষয়টি বুঝতে পেরেছে।
= My father is being able to understand this matther.
💦আমাদের সরকার ২০২২ সালে আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পেরেছে।
= Our government has been able to establish many universities in our country in 2022.
💦বর্তমানে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে নিজেকে সারা বিশ্বে প্রমান করতে পেরেছে।
= At present Bangladesh has been able to prove as a developing country all over the country.
💦 আমরা বাংলাদেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করতে পেরেছি।
= We have been able to abolish corruption from Bangladesh.
💦 লোকটি সারা বিশ্বে সততার মাধ্যমে খ্যাতি অর্জন করতে পেরেছে।
= The man has been able to achieve fame through honesty all over the world.
💦 আমি বিদেশে আসতে পেরেছি।
= I have been able to come abroad.
💦 তুমি লিখতে পেরেছো।
= You have been able to write.
💦 বাংলাদেশ ক্রিকেটে ভারতকে হারাতে পেরেছে।
= Bangladesh has been able to defeat India in cricket.
💦 যথার্থ শিক্ষা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছে।
= Proper education has been able to play an important role in our lives.
Rule 4: Subject + was/were + being able to + Verb এর present form + Extension. – ( কোনো কিছু করতে পারতেছিলাম, পারতেছিলে,পারতেছিল, পারতেছিলেন)
💦 আমি আমার ইংরেজিতে কথা বলা পরিবর্তন করতে পারতেছিলাম।
= I were being able to change my Englush speaking.
💦 সে তাদেরকে সাহায্য করতে পারতেছিল।
= She was being able to help them.
💦 তারা তার পাশে দাড়াতে পারতেছিল।
= They were been able to stand beside him.
💦 সে মাছ ধরতে পারতেছিল।
= He was being able to catch fish.
💦 আমার বস আমাকে মেইল পাঠাতে পারতেছিল।
= My boss was being able to send mail.
💦 মেয়েটি রান্না করতে পারতেছিল।
= The girl was being able to cook.
💦 আমরা মিটিং এর জন্য অপেক্ষা করতে পারতেছিলাম।
= We were being able to wait for meeting.
💦 সে বিদেশে যেতে পারতেছিল।
= She was being able to go abroad.
💦 পারিসা সাতার কাটতে পারতেছিল।
= Parisha was being able to swim.
💦 তুমি গান শিখতে পারতেছিলে।
= You were being able to learn sing.
Rule 5: Subject + will be able to + Verb এর Present form + Extension. – ( কোনো কিছু করতে পারব,পারবে,পারবেন)
💦 সে পড়তে পারবে।
= She will be able to read.
💦 তুমি কি একটি গান গাইতে পারবে?
= Will you be able to sing a song?
💦 আমি কাজটি করতে পারব।
= I will be able to do the work.
💦 সে নাচতে পারবে না।
= He will not be able to dance.
💦 তুমি পরীক্ষায় পাস করতে পারবে।
= You will be able to pass in the exam.
💦 আমার বস তোমাকে বুঝাতে পারবে।
= My boss will be able to understand you.
💦 আমার বন্ধু আসন্ন পরীক্ষায় ভাল ফলাফল করতে পারবে।
= My friend will be able to make a good result in the upcoming exam.
💦 সে তাদের সাহায্য করতে পারবে।
= He will be able to help them.
💦আধুনিক প্রযুক্তি আমাদের দেশের প্রতিটা ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটাতে পারবে।
= Modern technology will be able to bring a great change in every field of our country.
💦কম্পিউটার আমাদের দেশের প্রটিটা কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।
= Computer will be able to play an important role in all the activities of our country.