অথবা, গবেষণা নক্শার গুরুত্ব সংক্ষেপে লিখ।
উত্তর।। ভূমিকা : মনোবিজ্ঞানের গবেষণায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নকশা। নকশা হচ্ছে এক ধরনের পরিকল্পনা।এ ধরনের পরিকল্পনা এমন হতে হবে যেন তা এক ধরনের কাঠামোর মতো হয়। নকশাকে কখনো ভাষায় প্রকাশ করা যায় না। নকশার মাধ্যমে পরীক্ষণের চলগুলোর মধ্যকার সম্পর্ক নিরূপণ করা হয়ে থাকে। এরই ভিত্তিতে পরীক্ষণ পরিচালনা করে বৈজ্ঞানিক ফলাফল পাওয়া সম্ভব হয়।
গবেষণা নক্শার গুরুত্ব : সামাজিক গবেষণায় গবেষণা নকশার গুরুত্ব অপরিসীম। কেননা এটি গবেষণা কাজকে সহজ এবং সুষ্ঠুভাবে পরিচালিত করতে সহায়তা করে থাকে। ফলশ্রুতিতে স্বল্প সময়, শ্রম এবং অর্থ ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ তথ্য (Information) সংগ্রহ করা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, স্বল্প ব্যয়ে একটি আকর্ষণীয় (Attractive) বাড়ি নির্মাণের পূর্বে আমাদের যেমন প্রয়োজন হয়, একজন দক্ষ স্থপতি (Expert architect) কর্তৃক প্রণীত একটি বাড়ির মানচিত্র (Map of the house) তেমনি সামাজিক গবেষণা কাজ শুরুর পূর্বে সঠিক উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের জন্য প্রয়োজন গবেষণা নকশা। সামাজিক গবেষণায় গবেষণা নকশার গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো :
১. গবেষণাকে সুনির্দিষ্ট পথে পরিচালনা করা : গবেষণা নকশা গবেষণা সম্পর্কিত গবেষকের বিক্ষিপ্ত ধারণাগুলোকে একত্রে সংগঠিত করে গবেষণার কাজকে সুনির্দিষ্ট পথে সহজভাবে পরিচালিত করতে সহায়তা করে থাকে। সুতরাং দেখা যাচ্ছে, গবেষণাকে সুনির্দিষ্ট পথে পরিচালনা করতে গবেষণা নকশার গুরুত্ব রয়েছে।
২. ভুল সংশোধন : গবেষণা কাজটি বাস্তবায়ন করতে গিয়ে গবেষককে কোন ধরনের বা কি কি সমস্যার সম্মুখীন হতে হবে গবেষণা নকশা পূর্ব থেকে গবেষককে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে থাকে।ফলে গবেষণা কাজটি শুরু হওয়ার পূর্বেই গবেষক ভুল বা ভ্রান্তিগুলো চিহ্নিত করে সেগুলো সংশোধন করে নিতে সক্ষম হন। সুতরাং দেখা যাচ্ছে,গবেষণা কাজের ভুল সংশোধনে গবেষণা নকশার গুরুত্ব রয়েছে।
৩. গবেষণা কাজের ধারাবাহিকতা : গবেষণা কাজের ধারাবাহিকতা বজায় রাখতেও গবেষণা নকশার গুরুত্ব রয়েছে।কেননা গবেষণা সম্পর্কিত বিভিন্ন কাজের ধারাবাহিকতা বজায় রাখতে গবেষণা নকশা গবেষককে বিশেষভাবে সহায়তা
করে থাকে। এতে গবেষকের উপস্থিতি ব্যতিরেকেও গবেষণা কাজকে এগিয়ে নেয়া সম্ভব হয়।
৪. উপযুক্ত পদ্ধতি ও কৌশল শনাক্তকরণে সহায়তা : সামাজিক গবেষণার মূল উপাদান হচ্ছে সঠিক ও নির্ভরযোগ্য উপাত্ত (Data)। উত্তম গবেষণা নকশা গবেষণার সাথে সঙ্গতিপূর্ণ (Relevant) সঠিক ও নির্ভরযোগ্য (Reliable) উপাত্ত প্রদান করে থাকে। সুতরাং গবেষণার জন্য উপযুক্ত পদ্ধতি ও কৌশল শনাক্তকরণেও গবেষণা নকশার বিশেষ গুরুত্ব রয়েছে।
৫. গবেষণার উদ্দেশ্য অর্জন: গবেষণার উদ্দেশ্যকে সার্থকভাবে অর্জন করার জন্য গবেষণা নকশার গুরুত্ব রয়েছে। কেননা, গবেষণা নকশা গবেষণার উদ্দেশ্যকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে গবেষকের কর্মপ্রচেষ্টাকে সঠিক ও সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সহায়তা করে থাকে।
৬. সম্পদ, সময় ও শ্রমের অপচয় রোধ করা : গবেষণার জন্য প্রাপ্ত সম্পদ, সময় ও শ্রমের অপচয় রোধ করার জন্যও একটি উত্তম গবেষণা নকশার গুরুত্ব অনস্বীকার্য।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, গবেষণাকে সুনির্দিষ্ট পথে পরিচালনা করা, গবেষণা কাজের ধারাবাহিকতা রক্ষা, ভুল সংশোধন, উপযুক্ত পদ্ধতি ও কৌশল নির্ধারণসহ মিতব্যয়িতার সাথে গবেষণার নির্ধারিত উদ্দেশ্য অর্জনের জন্য গবেষণা নকশার গুরুত্ব অপরিসীম।


