অথবা, গবেষণা নকশার পর্যায়গুলো লিখ।
অথবা, গবেষণা নকশার স্তরসমূহ উল্লেখ কর।
অথবা, গবেষণা নকশার ধাপসমূহ কী কী?
অথবা, গবেষণা নকশার পর্যায়সমূহ তুলে ধর।
উত্তর৷ ভূমিকা : গবেষণা নকশা সমাজ গবেষণায় একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য দলিল । আর গবেষণার যথার্থতার জন্য গবেষণা নকশা হতে হয় জ্ঞানগর্ভ, বাস্তবধর্মী ও সময়োপযোগী। গবেষণা নকশায় নানাবিধ বিষয় অন্তর্ভুক্ত থাকে । অর্থাৎ গবেষণা কর্মটির রূপরেখা সম্পর্কে গবেষণা নকশায় অনেকগুলো ধাপ থাকে ।
গবেষণা নকশার ধাপসমূহ : নিম্নে গবেষণা নকশার ধাপসমূহ উল্লেখ করা হলো :
১. গবেষণা সমস্যা সম্পর্কে ভূমিকা প্রদান,
২. সমস্যা প্রত্যয়সমূহের কার্যকরী সংজ্ঞা প্রদান,
৩. গবেষণার উদ্দেশ্য,
৪. প্রকল্প বা অনুমান গঠন,
৫. অঞ্চল নির্ধারণ,
৬. গবেষণার যৌক্তিকতা,
৭. তথ্যের উৎস,
৮. তথ্যসংগ্ৰহ পদ্ধতি,
৯. তথ্য সমগ্রক,
১০. তথ্য প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ,
১১. সময়সূচি,
১২. তথ্যের নির্ভরযোগ্যতা ও সঠিকতা,
১৩. বাজেট,
১৪. গ্রন্থপঞ্জি বা তথ্য নির্দেশিকা,
১৫. সাধারণীকরণ,
১৬. গবেষকের স্বাক্ষর ও তারিখ ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, কোন গবেষণা নকশার সত্যিকারে কাঠামো বা ধাপসমূহ গড়ে উঠে গবেষণার বিষয়বস্তু, সময়, ব্যয় এবং গবেষকের গুণাবলির উপর নির্ভর করে। তবে প্রায় সব সামাজিক গবেষণা নকশাতেই উল্লিখিত ধাপসমূহ থাকতে দেখা যায় ।