Download Our App

গতিশীলতা কত প্রকারের হয়ে থাকে?

অথবা, দলীয় গতিশীলতা কত প্রকার ও কী কী?
অথবা, দলীয় গতিশীলতা শ্রেণিবিভাগ কী ।
অথবা, দলীয় গতিশীলতার প্রকৃতি উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা : গতিশীলতা প্রত্যয়টি পরিবর্তন বা সচলতাকে নির্দেশ করে। দলীয় মিথস্ক্রিয়াই একটি দলকে গতিশীল বা সচল করে তোলে। এজন্য বলা যায়, দলীয় মিথস্ক্রিয়ার প্রভাবে দলের গঠন কাঠামো এবং দলীয় সদস্যদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যে ধারাবাহিক পরিবর্তন চলতে থাকে তাকে দলীয় গতিশীলতা বলা হয়।
গতিশীলতার প্রকারভেদ : দলীয় গতিশীলতার সংজ্ঞা বিশ্লেষণ করলে এর দুটি বিশেষ ধরন বা প্রকার বা রকম খুঁজে পাওয়া যায়। যেমন-
১. দলের কাঠামোগত গতিশীলতা এবং ২. দলের কার্যাবলিগত গতিশীলতা।
১. দলের কাঠামোগত গতিশীলতা : এ ধরনের দলীয় গতিশীলতা দলের কাঠামোগত গতিশীলতাকে নির্দেশ করে। অর্থাৎ দলের মধ্যে সদস্যদের সংখ্যার হ্রাসবৃদ্ধি, নেতৃত্বের পরিবর্তন, নতুন নেতৃত্বের আগমন, পুরাতন নেতৃত্বের অবসান, দলের মধ্যে সৃষ্ট উপদল বা অন্যদল ও সদস্যদের চাহিদা ও প্রত্যাশার প্রভাবে দলের বন্ধনগত অবস্থার পরিবর্তন ইত্যাদিকে কেন্দ্র করে দলের মধ্যে যে গতিশীলতা দেখা যায় তাই মূলত কাঠামোগত গতিশীলতাকে নির্দেশ করে।
২. দলের কার্যাবলিগত গতিশীলতা : দলের সদস্যদের সম্পর্ককে কেন্দ্র করে অথবা যে প্রতিষ্ঠানের অধীনে দলটি গঠিত হয়েছে সে প্রতিষ্ঠানের কৌশলগত (Strategy) কারণে দলীয় উদ্দেশ্য, লক্ষ্য ও কর্মসূচির ক্ষেত্রে যে গতিশীলতা সৃষ্টি হয় তাকে দলের কার্যাবলিগত গতিশীলতা বলা যায়। দলের কার্যাবলিগত গতিশীলতায় দলের কর্মসূচিগত পরিবর্তনকেই
বস্তুত নির্দেশ করে। দলীয় সদস্যরা পারস্পরিক আন্তঃক্রিয়ার মাধ্যমে দলে তাদের কর্মসূচি বা কার্যক্রমে এক ধরনের পরিবর্তন সূচিত করতে সক্ষম হয়। এটা ধারাবাহিকভাবে একটি দলের মধ্যে বহমান থাকে। যে দলে কার্যাবলিগত গতিশীলতা যত বেশি ঐ দল ততবেশি অগ্রসর।
উপসংহার : মোটকথা, দলীয় গতিশীলতা যেভাবেই ভাগ করা হোক না কেন এটা এক ধরনের পরিবর্তনের চলমান প্রক্রিয়া, যা দলের সকল ক্ষেত্রকে প্রভাবিত করে।