অথবা, পরিসংখ্যানে গণসংখ্যা নিবেশনের গুরুত্ব ও তাৎপর্য কী?
অথবা, পরিসংখ্যানে গণসংখ্যা নিবেশনের গুরুত্ব লেখ
অথবা, পরিসংখ্যানে গণসংখ্যা নিবেশনের তাৎপর্য ব্যাখ্যা কর।
অথবা, পরিসংখ্যানে গণসংখ্যা নিবেশনের প্রয়োজনীয়তা উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা : তথ্যবিশ্বের কোনো একটি নির্দিষ্ট শ্রেণির মধ্যে ঐ তথ্যবিশ্বের যতগুলো মান থাকবে তার সংখ্যাকে ঐ শ্রেণির গণসংখ্যা বলা হয়। পরিসংখ্যান পদ্ধতিতে এ গণসংখ্যা নিবেশনের ব্যবহার বহুল প্রচলিত। এ প্রক্রিয়ায় সংগৃহীত তথ্যমালাকে সাজানো গোছানো হয় এবং একটি সারণির মাধ্যমে প্রকাশ করা হয়।
গণসংখ্যা নিবেশনের গুরুত্ব : পরিসংখ্যানে গণসংখ্যা নিবেশনের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিম্নে গণসংখ্যা নিবেশনের গুরুত্ব আলোচনা করা হলো :
১. গণসংখ্যা নিবেশন উপাত্তের একটি সংখ্যাতাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করে।
এর সাহায্যে কোনো একটি বিশেষ শ্রেণি বা বিভাগে চলকের মানের সংখ্যা কত তা জানা যায় ।
৩. গণসংখ্যা নিবেশনে তথ্যকে সংক্ষিপ্ত ও সহজবোধ্য আকারে উপস্থাপন করা হয় ।
৪. একটা বিশাল তথ্যসারিকে যখন শ্রেণিবদ্ধ করা হয় তখন তথ্যসারির কেন্দ্রীয় মানের অবস্থান সম্বন্ধে ধারণা পাওয়া যায় ।
- সংগৃহীত উপাত্তসমূহকে গণসংখ্যা নিবেশনের সাহায্যে উপস্থাপন করা হলে তথ্যসারির আকার ও আয়তন ছোট হয়। তথ্যসারিকে সংক্ষিপ্ত আকারে সাজানোর ফলে কম পরিশ্রমে ও স্বল্প সময়ে তত্ত্ব সংগ্রহ করা যায়। বিস্তৃত উপাত্তগুলোর সারাংশকে গণসংখ্যা নিবেশনের মাধ্যমে প্রকাশ করা যায় ।
- ৮. গণসংখ্যা নিবেশনে উপাত্তগুলোর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করা হয়।
৯. লেখ উপস্থাপনের জন্য প্রয়োজন গণসংখ্যা নিবেশন। কেননা শ্রেণিবদ্ধ তথ্য ছাড়া কোনো লেখ উপস্থাপন করা সম্ভব নয় ।
১০. পরিসংখ্যানে গণসংখ্যা নিবেশনের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষকরে তথ্যমালার কেন্দ্রীয় মান, বিস্তার, পরিঘাত, বঙ্কিমতা, সুচলতা, সহ-সম্পর্ক ইত্যাদি পরিসংখ্যানিক পরিমাপগুলো নির্ণয় করার জন্য এটি ব্যবহার করা হয়।
উপসংহার : উপর্যুক্ত বিষয়গুলোর আলোকে বলা যায় যে, উপাত্তসমূহকে সুশৃঙ্খল এবং সুসংবদ্ধভাবে সাজানো ও উপস্থাপন করার জন্য গণসংখ্যা নিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে ।