গণভোট কী?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, গণভোট বলতে কী বুঝ?
অথবা, গণভোট কাকে বলে?

উত্তর: ভূমিকা : আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সবচেয়ে জনপ্রিয় শাসনব্যবস্থা হলো গণতান্ত্রিক শাসনব্যবস্থা। আর আধুনিক গণতন্ত্র মানেই পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে। এর মধ্যে অন্যতম হলো:

গণভোট (Referendum)। নিম্নে গণভোট কি তা আলোচনা করা হলো : গণভোট (Referendum) : গণভোট বলতে আইন প্রণয়ন কিংবা সংবিধানের সংশোধন সংক্রান্ত বিদ্যা জনগণের

মতামত গ্রহণ করাকে বুঝায়। সুইজারল্যান্ডের সংবিধানে কোন অংশ পরিবর্তন কিংবা সংশোধনের ক্ষেত্রে গণভোট অবশ্যই গ্রহণ করতে হয়। সুইডেন, ইতালি, ফ্রান্স প্রভৃতি দেশেও গণভোট প্রচলিত আছে। বাংলাদেশেও গণভোটের বিধান আছে। আমাদের সংবিধানে উল্লেখ আছে। সংবিধানের কোন মৌলিক ধারা সংশোধন সংক্রান্ত প্রস্তাব রাষ্ট্রপতির সম্মতির জন্য পেশ করলে সাতদিনের মধ্যে উক্ত প্রস্তাব গণভোটে দিবেন। বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়টির উপর ১৯৯১ সালে ৮ সেপ্টেম্বর তারিখে গণভোট অনুষ্ঠিত হয়েছিল।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যক্ষ পদ্ধতি হিসেবে গণভোট একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি। এ পদ্ধতিতে শাসনতন্ত্র পরিবর্তনে সাধারণ জনগণের মমাতমকে প্রাধান্য দেয়া হয়।