অথবা, সমাজকর্মের একটি মূল্যবোধ হিসেবে “গণতান্ত্রিক অধিকার” নীতি ব্যাখ্যা কর।
অথবা, সমাজকর্মের একটি মূল্যবোধ হিসেবে “গণতান্ত্রিক অধিকার” নামক মূল্যবোধটি ব্যাখ্যা কর।
অথবা, সমাজকর্মের মূল্যবোধ হিসেবে ‘গণতান্ত্রিক অধিকার’ ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর।৷ ভূমিকা : প্রতিটি পেশার ন্যায় সমাজকর্ম পেশারও কতকগুলো মূল্যবোধ রয়েছে।সমাজকর্মীদের এই মূল্যবোধ অনুসরণ করে কাজ করতে হয়। মূল্যবোধ সমাজকর্ম অনুশীলনের Guideline বা Principle হিসেবে কাজ করে।
সমাজকর্মে গণতান্ত্রিক অধিকার : সমাজকর্ম অনুশীলনে সমাজকর্মীগণ কতকগুলো সাধারণ মূল্যবোধ অনুসরণ করেন।
সমাজকর্মের এ সাধারণ মূল্যবোধগুলোর একটি হলো গণতান্ত্রিক অধিকার।নিম্নে এ নীতি নিয়ে আলোচনা করা হলো :
গণতান্ত্রিক অধিকার (Democratic rights) : জীবনের পরিপূর্ণ বিকাশের জন্য কতকগুলো সুযোগ ও অধিকার অবশ্যই জরুরি। মানবজীবনের এসব অধিকারের মধ্যে একটি হলো গণতান্ত্রিক অধিকার।এ অধিকার ব্যক্তির স্বাধীনচেতনা বিকাশের পথ উন্মুক্ত করে। সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা ও মূল্যবোধ হিসেবে এটি স্বীকৃত।গণতান্ত্রিক অধিকার হলো এমন অধিকার, যা মানুষকে স্বাধীনভাবে মতামত প্রকাশে, সমান অধিকার ভোগ করতে, ন্যায়বিচার পেতে ও সহজাত প্রয়োজনগুলো ন্যায়সঙ্গতভাবে পূরণ করতে সাহায্য করে।গণতান্ত্রিক মূল্যবোধের নিরিখে আইনের চোখে সকলেই সমান অধিকার ও মর্যাদা লাভের অংশীদার।গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেকেই নিজ নিজ অধিকার ও স্বার্থরক্ষায় তার সুচিন্তিত মতামত প্রকাশের সুযোগ পায়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, ভোট প্রদান করা, সুযোগ-সুবিধার ক্ষেত্রে সমান অধিকার পাওয়া, সুবিচার প্রত্যাশা করা, কল্যাণ কাজে অংশগ্রহণের সুযোগ পাওয়া এগুলো গণতান্ত্রিক অধিকার।এর মূল কথাই হলো প্রত্যেক মানুষ অধিকার ও কর্তব্যে সমান এবং গুরুত্বের দিক থেকেও সমান।এ কারণে ব্যক্তি স্বার্থ সংরক্ষণে গণতান্ত্রিক মূল্যবোধের বিকল্প নেই।এটি মানুষের অধিকার সংরক্ষণ ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সর্বাধিক ভূমিকা পালন করে। গণতান্ত্রিক অধিকার ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পথ প্রশস্ত করতেও সাহায্য করে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মানুষের সার্বিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধের কোনো বিকল্প নেই।এ নীতিমালা ও মূল্যবোধ ব্যক্তিত্ব বিকাশের পথ সুগম করে মানবকল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।