গড় পরিবর্তনশীল ব্যয় বলতে কি বুঝ?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, গড় পরিবর্তনশীল ব্যয়ের ধারণা দাও।

উত্তর: মোট খরচকে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। গড় ব্যয়কে আবার দুই

ভাগে ভাগ করা যায়। যথা-

১. গড় স্থির ব্যয়

২. গড় পরিবর্তনশীল ব্যয়

২. গড় পরিবর্তন ব্যয় (AVC) ঃ মোট পরিবর্তনশীল খরচকে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় পরিবর্তনশীল খরচ পাওয়া যায়। নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে গড় পরিবর্তনশীল খরচ প্রকাশ করা যায়।

গড় পরিবর্তনশীল খরচ = মোট পরিবর্তনশীল ÷ খরচ মোট উৎপাদন

অর্থ্যাৎ AVC=TVC এখানে,

AVC = গড় পরিবর্তনশীল খরচ

TVC = মোট পরিবর্তনশীল খরচ

Q = মোট উৎপাদন