উত্তর ঃ ভূমিকা : জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে ক্ষুদামুক্ত বিশ্ব গঠনে ও কৃষি উন্নয়নে লক্ষ্যে কাজ করছে খাদ্য ও কৃষি সংস্থা (FAO)। কৃষির আধুনিকীকরণ ও উন্নয়নের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করাই FAO এর মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য FAO বিশেষ কিছু অঙ্গ সংগঠনের সাহায্যে তার কার্যক্রম পরিচালনা করে।
→FAO-এর সাংগঠনিক কাঠামো ঃ খাদ্য ও কৃষি সংস্থা ৩টি অঙ্গ সংগঠনের সাহায্যে তার কার্যক্রম পরিচালনা করে। নিম্নে এর প্রশাসনিক কাঠামো আলোচনা করা হলো ঃ
১. সাধারণ সম্মেলন ও সাধারণ সম্মেলন হলো FAO এর সর্বোচ্চ কর্তৃপক্ষ; যার সম্মেলন দুবছরে একবার অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রতি সদস্য রাষ্ট্রের ১টি ভোট থাকে। সিদ্ধান্ত গ্রহণকারী এ সংস্থা পরিকল্পনা প্রণয়ন, কর্মসূচি প্রণয়ন ও বাজেট অনুমোদন, সুপারিশ প্রদান প্রভৃতি কাজ করে থাকে।
২. পরিষদ : সাধারণ সম্মেলন কর্তৃক ৩ বছরের জন্য ৪৯ জন সদস্য সমন্বয়ে এ পরিষদ গঠিত। যা সম্মেলনের কার্যাবলি সম্পাদন করে কার্যনির্বাহী এ পরিষদে বছরে দুবার সম্মেলন অনুষ্ঠিত হয়। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এর আবার উপকমিটি রয়েছে। যথা :
(ক) কর্মসূচি বিষয়ক কমিটি।
(খ) অর্থবিষয়ক কমিটি।
(গ) সাংবিধানিক ও আইনবিষয়ক কমিটি
(ঘ) মৎস্যবিষয়ক কমিটি।
(ঙ) বনায়নবিষয়ক কমিটি।
(চ) কৃষিবিষয়ক কমিটি।
(ছ) বিশ্ব খাদ্য নিরাপত্তাবিষয়ক কমিটি।
৩. সচিবালয় ঃ FAO -এর কর্মসূচি বাস্তবায়নে সচিবালয় নিয়োজিত । এর প্রধান হচ্ছেন মহাপরিচালক। যিনি পরিষদ কর্তৃক ৬ বছরের জন্য নিযুক্ত হন।
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, জাতিসংঘের শত ব্যস্ততার মধ্যেও FAO বিশ্বে গ্রামীণ উন্নয়নে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। বিশেষ করে এর প্রশাসনিক কাঠামো শক্তিশালী হওয়ার কারণে এ সকল অবদান রাখতে সম্ভব হচ্ছে।