অথবা, খাজনা ও দামের মধ্যে সম্পর্ক কি?
উত্তর:খাজনা ও দামের মধ্যে যে সকল পার্থক্যগুলো পরিলক্ষিত হয় তা নিম্নে দেওয়া হলঃ
পার্থক্যের বিষয় | খাজনা | দাম |
১.সংজ্ঞাগত: | কোন উপাদানকে যে ন্যূনতম দামের কাজে নিযুক্ত করানো যায় তা অপেক্ষা যে উদ্ধৃত পারিশ্রমিক পায় তাকে খাজনা বলে। | অর্থের দ্বারা কোনো দ্রব্যের মূল্য প্রকাশ করা হলে তাকে দাম বলে। অর্থাৎ বিনিময় মূল্যের আর্থিক প্রকাশকে দাম বলে। |
২.নির্ধারণ: | খাজনা নির্ধারিত হয় খরচের উদ্রিত দ্বারা। একে উদ্ধৃত আও বলা যায়। | দাম নির্ধারিত হয় দ্রব্যের চাহিদা যোগানের ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা। |
৩.প্রকারভেদ: | খাজনা সাধারণত দুই প্রকার। ১.মোট খাজনা ২.নিট খাজনা | দাম দু প্রকার। যথা : ১.যোগান দাম ২.চাহিদা দাম |
৪.অন্তর্ভুক্ত: | রিকার্ডোর মতে খাজনা দামের মধ্যে অন্তর্ভুক্ত। | আধুনিক অর্থনীতিবিদগণ করেন খাজনা দামের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। |
৫.আওতা: | খাজনার আওতা দাম অপেক্ষা সংকীর্ণ। | দামের আওতা খাইনা অপেক্ষা প্রসারিত। |