উত্তর৷ ক. বস্তারের আপেক্ষিক পরিমাপকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত পরিমাপক হচ্ছে ব্যবধানাঙ্ক বা বিভেদাংক। ব্যবধানাংক হলো আপেক্ষিক বিস্তার পরিমাপসমূহের মধ্যে সর্বাধিক ব্যবহৃত ও গুরুত্বপূর্ণ একটি পরিমাপ ।
ভেদাংক ও বিভেদাংকের মধ্যে পার্থক্য : সংখ্যাগত দিক বিবেচনায় ভেদাংক ও বিভেদাংক বিস্তার পরিমাপের দুটি আলাদা পদ্ধতি। নিম্নে এদের মধ্যকার গুরুত্বপূর্ণ পার্থক্যসমূহ উল্লেখ করা হলো :