অথবা, কর্তৃত্বের সংজ্ঞা দাও।
অথবা, কর্তৃত্ব কী?
অথবা, কর্তৃত্ব বলতে কী বুঝ?
উত্তর৷ ভূমিকা : আধুনিক সমাজে কর্তৃত্ব একটি বহুল আলোচিত ধারণা। কর্তৃত্বের কারণেই মানুষ আদেশ দিতে পারে, ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং মর্যাদায় অধিষ্ঠিত হতে পারে। আবার কর্তৃত্বকে স্বীকার করতে হয় বলেই মানুষ আনুগত্য প্রদর্শন করে ও হুকুম মেনে চলে। মানুষের ক্ষমতার চাবিকাঠিই হলো কর্তৃত্ব।
কর্তৃত্ব (Authority) : সাধারণ অর্থে নেতৃত্ব বা আদেশ দানের ক্ষমতা বা অধিকারকে কর্তৃত্ব বলে। অর্থাৎ অপরকে আদেশ দান করার এবং আদেশের প্রতি আনুগত্য আদায় করার ক্ষমতা বা অধিকারই হচ্ছে কর্তৃত্ব। অন্যভাবে বলা যায়, কর্তৃত্ব হচ্ছে ক্ষমতা প্রয়োগের পারদর্শিতা। ক্ষমতার সাথে বৈধতার সুসমন্বয়েই কর্তৃত্বের আবির্ভাব ঘটে।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন মনীষী প্রদত্ত কর্তৃত্বের সংজ্ঞা নিম্নরূপ :
ফেরেলের (Ferel) মতে, “আদেশ দান এবং উক্ত আদেশ পালনে বাধ্য করার অধিকার ও ক্ষমতাকে কর্তৃত্ব বলা হয়।”
আলফ্রেড ডি. গ্রাজিয়া (Alfred D. Grazia) বলেন, “কর্তৃত্ব হলো বৈধ ক্ষমতা।” রবার্ট ডাল (Robert Dull) এর মতে, “কর্তৃত্ব বলতে বৈধ প্রভাবকে বুঝানো হয়।”
ই. এ. সিলস্ (E. A. Shils) তাঁর ‘Dictionary of Sociology’ গ্রন্থে বলেন, “Authority is that form of power which orders or articulates the actions of other actors through commands which are effective because those who are commanded regard the commands as legitimate.”
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে, বৈধভাবে ক্ষমতা প্রয়োগের অধিকার বা ক্ষমতাই হলো কর্তৃত্ব। অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ কর্তৃত্ব নয়, বরং তা হলো জবরদস্তি।