ক্ষেন্তি কীভাবে মারা যায়?

উত্তর : সমাজের চাপে পড়ে এক বৈশাখ মাসের প্রথমদিকে সহায়হরির দূরসম্পর্কের এক আত্মীয়ের ঘটকালিতে ক্ষেন্তির বিবাহ হয়ে গেল। দ্বিতীয়পক্ষের বর হলেও পাত্রটির বয়স চল্লিশের খুব বেশি হবে না। অন্নপূর্ণার এ বিবাহে সম্মতি ছিল না। কিন্তু সঙ্গতির অভাবে শেষপর্যন্ত রাজি হলো। বিবাহের পর কন্যা বিদায় হলেও সহায়হরির অশান্তি দূর হলো না। বিবাহে যে যৌতুক দেওয়ার কথা ছিল তা পরিশোধ করা সম্ভব না হওয়ায় আড়াইশ টাকা বাকি রয়ে গেল। পণের টাকা বাকি থাকার কারণে ক্ষেন্তিকে আর বাপের বাড়িতে আসতে দেওয়া হয়নি। অবশেষে বছর ঘুরতে না ঘুরতেই বসন্ত রোগে আক্রান্ত হয়ে হতভাগিনী ক্ষেন্তি বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ল। সামাজিক ব্যাধি যৌতুকের বলি হতে হলো হতভাগিনী ক্ষেন্তিকে।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%81%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%82%e0%a6%b7/