ক্ষেন্তির মা কেনো ক্ষেন্তির সাহায্য নিতে প্রথম অস্বীকার করে?

উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পুঁই মাচা’ গল্পে ক্ষেন্তি দরিদ্র ব্রাহ্মণ সহায়হরি চাটুয্যের প্রথমা কন্যা। চার বোনের সকলের বড়। পৌষ সংক্রান্তিতে ক্ষেন্তির মা অন্নপূর্ণা পিঠা বানানোর আয়োজন করেন। তিনি গরিব হলেও সবকাজে পরিষ্কার রাখতে এবং থাকতে পছন্দ করেন। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাঁসিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়ে চটকাচ্ছিলেন। তিনি প্রথমে ক্ষেন্তির সাহায্য নিতে চাননি। কারণ, সে সারাদিন বনবাদাড়ে ঘুরে বেড়ায়। নিতান্তই ক্ষেন্তি তাকে ধরে বসলে ক্ষেন্তির পা মধ্যে ক্ষেন্তিধোয়ার শর্তে এবং পরিষ্কার কাপড় পরার পরে তাকে কাজে নিয়োগ করেন।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%81%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%82%e0%a6%b7/