ক্ষেন্তির বাবা-মা ক্ষেন্তির বিয়ে কেনো ভেঙে দেন?

উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পুঁই মাচা’ গল্পে জন্মই ছিল ক্ষেন্তির যেন আজন্ম পাপ। সে ছিল এক হতভাগিনী ব্রাহ্মণকন্যা। প্রথম যখন তার বিয়ে ঠিক হয়েছিল তখন আশীর্বাদ হয়ে যাওয়া সত্ত্বেও সে বিয়ে ভেঙে গিয়েছিল। একারণে পাড়ার মানুষ তাকে উচ্ছ্বগু করা মেয়ে বলে অভিহিত করতো। তবে, ক্ষেন্তি বিয়ে ভেঙে যাওয়ার পিছনে একটি সুনির্দিষ্ট কারণ বিদ্যমান। পাত্র পক্ষ আশীর্বাদ করে যাওয়ার কয়েকদিন পরে সহায়হরি সংবাদ পান, পাত্রটি কয়েকমাস পূর্বে নিজের গ্রামে কী একটা করার ফলে বেদম প্রহার খেয়ে কিছুদিন শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ে দেওয়ার প্রস্তাব মনঃপুত না হওয়ার কারণে সহায়হরি সম্বন্ধ ভেঙে দেন।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%81%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%82%e0%a6%b7/