ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কি কেবল কৃষিক্ষেত্রে প্রযোজ্য?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কি শুধুমাত্র কৃষিক্ষেত্রে প্রযোজ্য?

উত্তর: ভূমিকা: ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি বিশেষভাবে কৃষিক্ষেত্রে প্রযোজ্য। তবে এই বিধিটি যে কেবল কৃষিক্ষেত্রেই প্রযোজ্য তা সঠিক নয় বরং উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রেই বিধিটি কার্যকর হয়ে থাকে। নিম্নে উৎপাদনের কয়েকটি ক্ষেত্রে আলোচনা করা হল-

১. শিল্প ক্ষেত্রে। ক্রমচুসমান প্রান্তিক উৎপাদন বিধিটি শিল্প ক্ষেত্রে প্রয়োজ্য। কারণ শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনের ক্ষেত্রে প্রথম ক্রমবর্ধমান বিধি কার্যকরী হলেও উৎপাদনের কামাস্থরের পর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকরী হয়।

২. মৎস্য ক্ষেত্রেঃ মৎস্য ক্ষেত্রেও বিধিটি সমানভাবে প্রয়োজ্য। মৎস্য ব্যবসায়ে শ্রম ও মূলধনের পরিমাণ বাড়ালে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পেতে থাকে। বেশি মাছ ধরতে হলে নদীতে বেশি দূরে যেতে হয়। এর ফলে প্রান্তিক খরচ বাড়তে থাকে।

৩. বনজ সম্পদের ক্ষেত্রে। ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটি বনজ সম্পদ সংগ্রহের ক্ষেত্রেও প্রযোজ্য। বেশি পরিমাণে বনজ সম্পদ সংগ্রহ করতে হলে বনের গভীরে যেতে হয়। এর ফলে বনজ সম্পদ বেশি পরিমাণে সংগ্রহ করা যায় ঠিকই, কিন্তু প্রাপ্ত বনজ সম্পদের তুলনায় ব্যয় বেশি হয়।

৪. খনিজের ক্ষেত্রেঃ খনিজ দ্রব্য উত্তোলনের ক্ষেত্রেও বিধিটি কার্যকরী হয়। প্রথম অবস্থায় কয়লা উত্তোলন খরচ কম পড়ে। পরে উত্তোলন খরচ যে হারে বাড়ে, খনিজ দ্রব্য উহার চেয়ে কম হারে উত্তোলিত হয়।

উপসংহার: উপরোক্ত আলোচনার পরিশেষে আমরা বলতে পারি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কৃষি ক্ষেত্রে অধিক কার্যকরি। তবে এটি শুধু কৃষি ক্ষেত্রেই প্রযোজ্য নয়। উপরোক্ত কয়েকটি খাতে ও এটি বিদ্যমান হতে দেখা যায়।