ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা,প্রান্তিক উপযোগ বিধি বলতে কি বুঝ?
অথবা, ক্রমহ্রাসমান অথবা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সংজ্ঞা দাও।

উত্তর: মানুষের অভাব অসীম কিন্তু একটি বিশেষ দ্রব্যের অভাব সসীম। কোন ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে। উপযোগের এ বিধিকে ‘ক্রম- হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি’ বলা হয়। এ প্রসঙ্গে অধ্যাপক মার্শাল বলেন, “কোন ব্যক্তি কোন বিশেষ দ্রব্যের মজুত বৃদ্ধির ফলে যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধির সাথে সাথে ক্রমশ হ্রাস পেতে থাকে।”

সংক্ষেপে বলা যায়, যখন কোন ব্যক্তি একটি দ্রব্য ক্রমশ অধিক পরিমাণে ভোগ করতে থাকে তখন ঐ দ্রব্যের অতিরিক্ত এককগুলো হতে যে ক্রমশ কম উপযোগ লাভ করে এবং তার জন্য ক্রমশ কম মূল্য দিতে প্রস্তুত থাকে। এটাই হল ‘ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি (Law of diminishing marginal utility)

সূচি:

পণ্যের এককপ্রান্তিক উপযোগ (ইউটিল)
১ম
২য়
৩য়
৪র্থ
৫ম-১

সূচি অনুসারে পণ্য ভোগের একক যতই বৃদ্ধি পায় প্রান্তিক উপযোগ ক্রমশঃ হ্রাস পায়। এক পর্যায়ে (৪র্থ এককে) প্রান্তিক উপযোগ শূন্য হয়ে পড়ে এবং পরবর্তীতে ভোগের পরিমাণ আরও বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক (-১) হয়ে পড়ে (৫ম এককে)।