কোন দৃষ্টিকোণ থেকে পূর্ণ প্রতিযোগী ফার্ম দাম গ্রহণকারী/মান্যকারী এবং একচেটিয়া ফার্ম দাম নির্ধারণকারী/অনুসন্ধানকারী?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতার দাম গ্রহণকারী বলা হয় কেন?

উত্তর : দাম মান্যকারী বলতে প্রচলিত দাম মেনে নেওয়া বুঝানো হয়। পূর্বে নির্ধারিত দাম মেনে নিয়ে যে ফার্ম উৎপাদন বা বিক্রয় কাজ পরিচালনা করে, সেই ফার্ম দাম মান্যকারী হিসাবে চিহ্নিত হবে। দাম নির্ধারণে তার অক্ষমতাকে সেখানে বিবেচিত হয়। অপরদিকে যে ফার্ম নিজস্ব ক্ষমন্ডার সক্রিয় প্রয়োগ দ্বারা দাম স্থিরকরণে ভূমিকা রাখে, তাকে দাম প্রস্তুতকারী বা নির্ধারণকারী বলা হয়।

পূর্ণ প্রতিযোগী ফার্ম দাম গ্রহণকারীঃ পূর্ণ প্রতিযোগিতায় অসংখ্য ফার্মের মধ্যে একক কোন ফার্ম নিজেকে ক্ষুদ্র বলে মনে করে এবং দাম নিয়ন্ত্রণে তার অসহায়ত্ব সম্পর্কে সচেতন থাকে। পূর্ণ প্রতিযোগী একটি ফার্ম দ্রব্যের দামের উপর কোন প্রভাব বিস্তার করতে পারে না। পূর্ণ প্রতিযোগিতায় MR = P = AR হয় এবং সেখানে Pc কে দেয় বা স্থির বলে ধরে নেওয়া হয়। Pe কে দেয় বা স্থির পরে নিয়ে প্রতিযোগী ফার্ম তার কাম্য উৎপাদন নির্ধারণ করে মুনাফা সর্বোচ্চকরণে সচেষ্ট থাকে। কাজেই প্রতিযোগী ফার্মের নিকট দাম নির্ধারণ নয়, উৎপাদন নির্ধারণই মুখ্য। চিত্রে তা’ উপলব্ধি করা যায়। প্রতিযোগী ফার্মের স্বল্পকালীন ও দীর্ঘকালীন দাম ও প্রান্তিক তায় একই থাকতে পারে।

চিত্রের সাহায্যে ব্যাখ্যাঃ

কাজেই চলতি বাজার দাম ও দীর্ঘকালীন ভারসাম্য দাম হিসেবেও গণ্য হতে পারে। যদি দামের কোন পরিবর্তন আদৌ ঘটে, তবে বুঝতে হবে সেই পরিবর্তনের পশ্চাতে ফার্মগুলোর সমষ্টিগত (শিল্পভিত্তিক) ভূমিকা থাকলেও একক ফার্মের কোন ভূমিকা নেই। কারণ, পূর্ণপ্রতিযোগী ফার্মের কাছে চাহিদা রেখার স্থিতিস্থাপকতা অসীম (০ = ৫)। এর দ্বারা দামের অপরিবর্তনীয়তার বিষয় প্রতিফলিত হয়। কাজেই দামের পরিবর্তন বা দাম স্থিরকরণে পূর্ণ প্রতিযোগী ফার্ম কোন ভূমিকা রাখে না। উক্ত বিশ্লেষণ থেকে প্রমাণিত হয়, পূর্ণ প্রতিযোগী ফার্ম হলো দাম মান্যকারী।

একচেটিয়া কারবারিকে দাম নির্ধারণকারী: চিত্রে দেখানো হয়েছে কিভাবে একচেটিয়া কারবারি ভারসাম্য উৎপাদন নির্ধারণের সাথে দাম নির্ধারণ করে। চিত্রে K বিন্দুতে ভারসাম্যের উভয় শর্ত এখানে পালিত হয়। একচেটিয়া কারবারি কাম্য উৎপাদন Q Q তে উৎপাদন নির্ধারিত হওয়ার পর বিক্রেতা OP, দামে তা’ বিক্রয় করে। বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা থাকত, তবে নির্দিষ্ট দাম মেনে নিয়ে ফার্ম তার দ্রব্য বিক্রয় করত। কিন্তু একচেটিয়া কারবারে দাম পূর্ব নির্ধারিত থাকে না।

Qm কাম্য উৎপাদন নির্ধারিত হওয়ার পর একচেটিয়া কারবারী OP, দাম ধার্য করে। আলোচনা থেকে বলা যায়,পূর্ণ প্রতিযোগি ফার্ম দাম মান্যকারী বা দাম গ্রহীতা হিসেবে বিবেচিত হলেও একচেটিয়া কারবারিতে দাম নির্ধারণকারী বা দাম অনুসন্ধানকারী বলা যায়।

কাজেই একচেটিয়া কারবারিকে AR রেখা বরাবর সেই দাম অনুসন্ধানে থাকতে হয় বা সেই দাম নির্ধারণ করতে। হয়, যে দামে তার কাম্য উৎপাদন সম্পূর্ণ বিক্রয় হবে। তাই দাম অনুসন্ধানে নিয়োজিত একচেটিয়া কারবারিকে price searcher বলে। চিত্রের দ্বারা তার উপর আলোকপাত করা হলো যে, একচেটিয়া কারবার গড় আয় রেখা তথা চাহিদা রেখা নিম্নগামী। উৎপন্ন দ্রব্যের বিক্রয় বাড়াতে হলে ফার্ম কর্তৃক দাম কমাতে হবে। কাজেই একচেটিয়া কারবারিকে দাম অনুসন্ধানকারী বা দাম প্রস্তুতকারী বলা যায়।