উত্তর: দু’টি দ্রব্য যদি সম্পূর্ণ পরিবর্তক হয় অর্থাৎ তাদের মধ্যে প্রান্তিক বিকল্পনের হার স্থির থাকে, তাহলে নিরপেক্ষ রেখা সরলাকৃতি কিন্তু নিম্নগামী হবে। কেননা এ ক্ষেত্রে ভোক্তা দ্রব্য দুটিকে নির্দিষ্ট অনুপাতে বিনিময় করবে। যেমন-৫ টাকার নোট এবং ৫টাকার ধাতব মুদ্রা
চিত্রের সাহয্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো:
চিত্রে ভূমি অক্ষে 5 টাকার ধাতব মুদ্রা ও লম্ব অক্ষে ও টাকার নোট ধরা হয়েছে। IC, ও IC; দুটি নিরপেক্ষ রেখা। a, b, c সংমিশ্রনগুলো যোগ করে IC; নিরপেক্ষ রেখা পাওয়া যায়। আবার d. c. f সংমিশ্রনগুলো যোগ করে IC নিরপেক্ষ রেখা পাওয়া যায়। এক্ষেত্রে নিরপেক্ষ রেখা দুটি সরলাকৃতি এবং ডানদিকে নিম্নগামী।
সুতরাং বলা যায় যে, দুটি দ্রব্য সম্পূর্ণ পরিবর্তক হলে নিরপেক্ষ রেখা ডানদিকে নিম্নগামী এবং সরলাকৃতি হয়।