কেয়ার এ ভিশন কি? এর মৌলিক মূল্যবোধগুলো বর্ণনা কর ।

উত্তর ঃ ভূমিকা ঃ বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংস্থা হিসেবে কেয়ার সারা বিশ্বে সমাজকল্যাণ কার্যক্রম পরিচালনায় পরিব্যাপ্ত। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এ স্বেচ্ছাসেবী সংস্থাটি সমগ্র বিশ্ববাসীর বিশেষত দুঃস্থ-দারিদ্র্য মানুষের কল্যাণে নিয়োজিত। কেয়ার এমন এক স্বপ্নকে বুকে লালন করে যেখানে বিরাজ করে বিপুল সম্ভাবনা। যেখানে প্রতিটি মানুষের প্রতি থাকবে মানুষের সহমর্মিতা ও সহনশীলতা আর সামাজিক ন্যায়পরায়ণতা। মানুষের মৌলিক মূল্যবোধ
জাগ্রত করার মধ্য দিয়ে সেগুলো বাস্তাবে রূপ ধারণ করতে সক্ষম হচ্ছে।
কেয়ার এর ভিশন : CARE International এমন একটি আশাপ্রদ, সহিষ্ণু ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক পৃথিবী খুঁজে যেখানে দরিদ্র থাকবে না এবং প্রত্যেকটি মানুষ মর্যাদা ও নিরাপত্তার সাথে বসবাস করবে। দারিদ্র্য নিরসনে বিশ্বব্যাপী আন্দোলনে পছন্দের অংশীদার ও বৈশ্বিক শক্তি হবে কেয়ার ইন্টারন্যাশনাল এবং মানব মর্যাদা ও সত্তার প্রতি নিরন্তর অঙ্গীকার পূরণের মাধ্যমে কেয়ার সর্বত্র পরিচিতি লাভ করবে। CARE এর ভিশন হলো আমরা এমন একটি পৃথিবী সন্ধান করি যেখানে আশা, ধৈর্য্য এবং সামাজিক ন্যায় বিচার রয়েছে। যেখানে দারিদ্র্য দূরীকরণ এবং প্রতিটি জীবন মর্যাদা ও নিরাপত্তা পায়। কেয়ার বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে নিবেদিত একটি শক্তি ও অংশীদার আমরা মানুষের
মর্যাদার বিশ্বব্যাপী সর্বত্র পরিচিত।
কেয়ার এর মূল্যবোধ ঃ কেয়ার ইন্টারন্যাশনাল যেসব মূল্যবোধে উৎসাহিত হয়ে বিশ্বব্যাপী তাদের মানব উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। সেগুলো নিম্নরূপ :
১. মানব সত্তার মূল্য ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন (Respect for the dignity and worth or every human being) ঃ কেয়ার তার অংশীদার, দাতা, অংশগ্রহণকারী ও কর্মকর্তা ও কর্মচারীদের মর্যাদা, সম্ভাবনা ও অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। কেয়ারের এ মূলবোধ তাকে বিশ্বব্যাপী সম্মান অর্জনে বিশেষ অবদানের দাবিদার।
২. সততা বা নিষ্ঠা (Integrity) : আমরা যা বলি বা করি তা অবশ্যই স্বচ্ছ ও সত্য হবে কেয়ারের এর এ ভিশন নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে এবং প্রত্যেকের সম্মিলিত ও ব্যক্তিগত কার্যসম্পাদনে দায়িত্ব গ্রহণ করে। কেয়ার তার সততার ও নিষ্ঠার উপর বলীয়ান থাকার কারণে আজ বিশ্বব্যাপী সুনাম অর্জনে সক্ষম হয়েছে।
৩. সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ (Commiment to Service) : বৃহত্তর সমাজের উন্নয়নে কেয়ার ফলপ্রসূভাবে কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ। যার নজির লক্ষ্য করা যায় কেয়ারের উন্নয়নমূলক কাজগুলোর দিকে তাকালে। সকল বাধাকে উপেক্ষা করে কেয়ার তার উন্নয়নমূলক কর্মকাণ্ড এমনভাবে চালিয়ে যাচ্ছে যে, সে সতিকারই সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ ।
৪. উৎকর্ষতা (Excellence) : অধিকতর কর্মনৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে অপেক্ষাকৃত বেশি প্রভাব অর্জনের বিষয়টিকে কেয়ার সর্বদা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। লক্ষ করলে দেখা যায় যে, কেয়ার প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য সংস্থার তুলনায় তার অধিক কর্মনৈপুণ্যতার মধ্যে দিয়ে এতই বেশি প্রভাব অর্জন করেছে যে বর্তমানে এর বিস্তৃততা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, কেয়ার যে ভিশনকে সমানে রেখে কর্মকাণ্ড পরিচালিত করছে সত্যিকারার্থে একটি সংস্থার জন্য এ রকম মহৎ ভিশন থাকা অপরিহার্য্য। কেয়ার তার ভিশন অনুযায়ী কর্মকাণ্ড পরিচারলনায়
প্রতিজ্ঞাবদ্ধ। আর এ কারণেই কেয়ার তার মৌলিক মূল্যবোধগুলোকে প্রাধান্য দিয়ে কর্মকাণ্ড পরিচালিত করে। সেগুলোর
সঠিক ব্যবস্থাপনাই কেয়ারকে তার কাঙ্ক্ষিত ভিশন পূর্ণাঙ্গ রূপদানে সচেষ্ট থাকবে।