অথবা, একচেটিয়া ফার্মের গড় আয় রেখার কারণগুলি লিখ।
উত্তর: চাহিদা বলাতে বিভিন্ন দামে ভোক্তারা বা ক্রেতারা কি কি পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক তা প্রকাশ করে। কোন দ্রব্যের দাম বাড়লে বা কমলে দ্রব্যের চাহিদা কমে বা বাড়ে। দাম ও চাহিদার সাথে বিপরীত সম্পর্ক প্রকাশ পায় বলে চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হয়।
আমরা জানি, ফার্মের চাহিদা রেখা বিভিন্ন দামে উৎপাদিত দ্রব্যের চাহিদার বিভিন্ন পরিমাণ নির্দেশ করে।
একচেটিয়া বাজারে দাম ও চাহিদার পরিমাণের সম্পর্ক বিপরীত হয় বলে ভোক্তার চাহিদা রেখা এবং ফার্মের চাহিদা বেখা সামর্থক হয়ে পড়ে। আবার অজ রেখাও বিভিন্ন দামে বিক্রয়ের বিভিন্ন পরিমাণ নির্দেশ করে।
অর্থাৎ প্রতি একক দ্রব্য কি দামে বিক্রি হয় তা অজ রেখা দ্বারা প্রকাশ করা হয়। কাজেই গড় আয় (অজ) রেখা এবং ফার্মের চাহিদা রেখা ও ক্রেতার চাহিদা রেখা একচেটিয়া বাজারে সমার্থক হয়ে পড়ে।
একচেটিয়া বাজারে অজ রেখায় চাহিদার সকল নিয়মই পালিত হয় বলে গড় আয় (AR) রেখাকে চাহিদা রেখাও বলা হয় তাই AR = DD বলা হয়।
চিত্রের সাহায্যে প্রকাশ:
পাশ্বের চিত্রে AR = DD হচ্ছে-একচেটিয়া বাজারের চাহিদা রেখা।
এখানে
OP দামে একচেটিয়া ফার্মের উৎপাদিত দ্রব্যের চাহিদার পরিমাণ হচ্ছে OM।
যদি ফার্ম OMO পরিমাণ বিক্রয় করতে চায় তবে দাম OP হতে OPo তে বাড়িয়ে চাহিদা কমাতে পারে।
আবার ফার্ম OMI পরিমাণ বিক্রয় করতে চায় তবে দাম OP হতে OPI তে কমিয়ে চাহিদা বাড়াতে পারে। ফলে দাম চাহিদার বিপরীত সম্পর্কের উপস্থিতির কারণে ফার্ম নিম্নগামী চাহিদা রেখার সম্মুখীন হয়, যা অজ রেখা দ্বারা প্রকাশ পায়।