অথবা, কৃষি সমাজ কী?
অথবা, কৃষি সমাজ কাকে বলে?
উত্তর৷ ভূমিকা : কৃষি সমাজের উদ্ভব ও বিকাশ ঘটে আজ থেকে প্রায় পাঁচ-ছয় হাজার বছর আগে। গর্ডন চাইল্ডের মতে, “প্রাচীন মানবসমাজে দু’টি সামাজিক বিপ্লব মানুষের জীবনকে উল্লেখযোগ্যভাবে বদলে দিয়েছিল। এর প্রথমটি হলো উদ্যান চাষ সমাজ প্রতিষ্ঠা আর দ্বিতীয়টি হচ্ছে কৃষি সমাজের উদ্ভব।” এ কৃষি সমাজের উদ্ভব ঘটে প্রথমে মধ্যপ্রাচ্যের নদীবিধৌত উর্বর ভূমির অঞ্চলে। তারপর তা এশিয়ায়, উত্তর আফ্রিকা ও আমেরিকাতে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে তা সমগ্র পৃথিবীতে কমবেশি বিস্তার লাভ করে।
কৃষি সমাজ (Agrarian society) : পৃথিবীতে মানব প্রজাতির আবির্ভাবের সময় থেকে কোন না কোন ধরনের সামাজিক জীবন গড়ে উঠে। অর্থনৈতিক উদ্যোগের প্রকৃতির পরিপ্রেক্ষিতে সমাজকে সাধারণত দু’টি মূলভাগে বিভক্ত করা যায়। যথা : i. কৃষি সমাজ এবং ii. শিল্প সমাজ। এ দু’টি সমাজ হচ্ছে খাদ্য উৎপাদনমূলক (Food producing) সমাজব্যবস্থা। প্রস্তর যুগ (Neolithic Age) পেরিয়ে মানুষ ক্রমশ পশুপালন ও বীজ বপনের কলাকৌশল আয়ত্ত তথা এক
দীর্ঘায়িত প্রক্রিয়ায় কৃষি সমাজের সূত্রপাত ঘটায়। মানুষের সমাজজীবনের ঐতিহাসিক বিভাজন রেখার অন্যতম প্রযুক্তিগত ভিত্তি হলো চারাগাছের আবিষ্কার, যা সমাজবিজ্ঞানীরা কৃষি বিপ্লব (Agricultural revolution) বলে আখ্যায়িত করেন। যাহোক, কৃষি সমাজ হচ্ছে প্রধানত কৃষিকে কেন্দ্র করেই, সে সমাজে মানুষের মূল অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা পরিচালিত হয়,
অর্থাৎ কৃষি সমাজের মূল কথা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি। কৃষি সমাজের কাঠামো সম্পর্কে বলা যায়, “The agrarian structure should be based on peasant proprietorship, strengthened and supplimented by cooperative joint farming systems and backed by necessary supplies and services for optimum utilization of land.”
উপসংহার : উপরের আলোচনার আলোকে একথা বলা চলে যে, কৃষি সমাজ বলতে সেই সমাজব্যবস্থাকে বুঝায় যেখানে একমাত্র কৃষিকে কেন্দ্র করে তার জীবিকা ও জীবনযাত্রা নির্বাহ করে। মানব সমাজ মূলত এই কৃষি সমাজের প্রবেশের মাধ্যমে যাযাবর জীবনের ইতি ঘটায়। উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনে এবং সম্পত্তিতে ব্যক্তি মালিকানা সৃষ্টি হয় । বস্তুত কৃষি সমাজেই প্রযুক্তিগত অগ্রগতি বিশেষভাবে অনুভূত হয়।