কৃষিখামারের ধরন কী কী উল্লেখ কর।

অথবা, কৃষি খামারের ধরনগুলো আলোচনা কর।
অথবা, কৃষি খামারের শ্রেণিবিন্যাস আলোচনা কর।
অথবা, কৃষি খামারের প্রকারভেদগুলো আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : খাদ্যশস্য, সবজি, ফল, তৈলবীজ, গবাদিপশু, হাঁসমুরগি ও মৎস্য খামার এসবই হচ্ছে কৃষিখামার। কৃষিখামারের কার্যক্রম বহুলাংশে বাস্তবভিত্তিক ও অর্থনৈতিক। কৃষির ব্যবহারিক অনুশীলন এবং কৃষি জীবনের বাস্ত বতার অতি নিকটতম ও গভীরতম পর্যায়ের ধারা মূলত কৃষিখামারের কার্যক্রম। যদি কৃষি পদ্ধতি কৃষি কাঠামোর প্রশস্ত গতিধারা
নির্দেশ করে, তবে কৃষিকে উৎপাদনমুখী উৎপাদন এককে পরিণত করাই কৃষিখামারের কার্যক্রম। কৃষিখামারের ধরন : উন্নয়নশীল ও উন্নত অর্থনীতিসমূহে খামারকে কমবেশি জীবনধারণের মাধ্যম হিসেবে মনে
করা হয়। একে অর্থনৈতিক পরিকল্পনা হিসাবনিকাশের চেয়ে প্রথা ও ঐতিহ্য হিসেবে বেশি গ্রহণ করা হয়। যাহোক,‌কৃষিখামারের বিভিন্ন উৎপাদনের কিছু গতিধারা রয়েছে। যেমন-
১.জীবিকানির্ভর বা জীবননির্বাহি খামার,
2.পারিবারিক খামার,
৩. উদ্বৃত্তি খামার এবং বাণিজ্যিক খামার।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাংলাদেশ একটি দারিদ্র্য দেশ হওয়াই এখানকার কৃষি খামারগুলোর অধিকাংশই উপার্জন নির্ভর। তবে বর্তমান সময়ে বাণিজ্যিক খামার তৈরির প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে।