উত্তর:অলিগোপলি বাজারে ফার্মসমূহ দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক চুক্তি সম্পাদনের মাধ্যমে জোট বন্ধ হতে পারে। একে কার্টেল বলে।
অলিগোপলি বাজারে ফার্মসমূহ নিজেদের মধ্যে চুক্তি সম্পাদনের মাধ্যমে পারস্পরিক অনিশ্চয়তা দূর করতে পারে। অর্থাৎ ফার্মগুলো বাণিজ্য সংস্থা, পেশাজীবী সংগঠন অথবা অন্য কোন প্রতিষ্ঠানে একত্রিত হয়ে মূল্য ও উৎপাদন নির্ধারণে গোপন চুক্তিতে উপনীতি হতে পারে। এক কথায় তারা কার্টেল গঠন করতে পারে।
কাটেলের একটি অন্যতম লক্ষ্য শিল্পের যৌথ মুনাফা সর্বোচ্চ করা এবং সংস্থার অধীনে ফার্মগুলোর মধ্যে ঐ মুনাফা প্রবীন করা হয়। এ সংস্তার বিভিন্ন ফার্মগুলোর মধ্যে ঐ মুনাফা বণ্টন করা হয়। এই সংস্থার বিভিন্ন ফার্মের বায় বিবেচনা করে পণ্যের বাজার চাহিদার ভিত্তিতে মূল্য নির্ধারণ করে।
কাটেলের উদাহরণ হিসেবে OPEC এর কথা বলা যায়। তাছাড়া বাস মালিক সমিতি, বাংলাদেশে জুয়েলারি সমিতি ইত্যাদি।
কাটেল দুই ধরনের হতে পারে।
১. কেন্দ্রিভূত কার্টেল
২. বাজারের অংশীদারিত্ব কার্টেল।