অথবা, কার্টেল ও দাম নেতৃত্বের মধ্যে বৈসাদৃশ্যগুলো উপস্থাপন কর।
উত্তর: কার্টেল ও দাম নেতৃত্ব অলিগোপলি বাজারের দুটি বিশেষ রূপ। তাদের মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। নিম্নে তা উলেখ করা হলো:
পার্থক্যের বিষয় | কার্টেল | দাম নেতৃত্ব |
১.সংজ্ঞাগত | অলিগোপলি বাজারে ফার্মগুলো পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে প্রকাশ্যে বা গোপনে যে চুক্তিতে আবদ্ধ হয় তাকে কার্টেল বলে। | অলিগোপলি বাজারে কোন বৃহৎ ফার্ম বা কয়েকটি ফার্ম যারা দ্রব্যের অধিকাংশ যোগান নিয়ন্ত্রণ করে দ্রব্যের মূল্য নির্ধারণ করে এবং সেই মূল্য অন্যান্য ফার্ম মেনে নিলে তাকে দাম নেতৃত্ব বলা হয়। |
২.চুক্তি/ কোটা | কার্টেল অধীনে ফার্মগুলো চুক্তিবদ্ধ হয়। | দাম নেতৃত্বের অধীনে কোন ফার্ম অন্যান্য ফার্মের জন্য কোটা নির্ধারণ করে দেয়। |
৩.ভূমিকা | কার্টেলের অধীনে দাম নির্ধারণের ক্ষেত্রে ফার্মের ভূমিকা নেই। | দাম নির্ধারণের বা উৎপাদনের ক্ষেত্রে নেতৃত্বের মডেলের ভূমিকা রয়েছে। |
৪.প্রতিযোগিতা | কার্টেলের অধীনে ফার্মগুলোর প্রতিযোগিতা হয় না। | দাম নেতৃত্বের অধীনে ফার্মগুলোর মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। |
৫.নেতা ফার্ম | কার্টেলের অধীনে কোন নেতা ফার্ম থাকে না। | দাম নেতৃত্বের বেলায় একটি ফার্ম অন্যান্য ফার্মের নেতা হিসেবে কাজ করে। |
৬.সংস্থা | কার্টেল একটি কেন্দ্রীয় সংস্থা হতে পারে। | দাম নেতৃত্ব তেমন কোন কেন্দ্রীয় সংস্থা নয়। |