কার্টেলের সুবিধাসমূহ কি কি?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, কার্টেলের ইতিবাচক দিকসমূহ আলোচনা কর।

উত্তর : অলিগোপলি বাজারে ফার্মগুলো কাটেলের অধীনে বিভিন্ন সংস্থা, যেমন- বাণিজ্য সংস্থা, উন্নয়ন সংস্থা বা অন্যান্য সংস্থার অধীনে থেকে কোন বিশেষ দ্রব্য উৎপাদন করে। এক্ষেত্রে কার্টেলের কিছু সুবিধা পরিলক্ষিত হয়। নিম্নে সেগুলো উল্লেখ করা হলো।

সুবিধাসমূহ কার্টেলের সুবিধা নিম্নরূপ-

১. স্বাধীনতাঃ কার্টেল তার অন্তর্ভুক্ত সব সদস্য প্রতিষ্ঠানের স্বাধীন সত্ত্বা স্বীকার করে। ফলে কার্টেলভূক্ত সদস্য প্রতিষ্ঠানসমূহ দ্রব্য উৎপাদন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে।

২. জোট গঠনে সুবিধাঃ কার্টেল গঠন খুব সহজ। নিজেদের মধ্যে লিখিত বা অলিখিত চুক্তির মাধ্যমে এটা গঠন করা যায়।

৩. বিক্রয়ের নিশ্চয়তাঃ কার্টেলের মাধ্যমে উৎপাদিত দ্রব্যের বিক্রয়ের ক্ষেত্রে নিশ্চয়তা বিরাজ করে। কার্টেলের অন্ত র্ভুক্ত প্রতিষ্ঠানসমূহ তাদের উৎপাদিত দ্রব্য কার্টেলের হাতে সম্পূর্ণ করে নিশ্চিত হয়। বিক্রয় এজেন্সি হিসেবে কার্টেল দ্রব্য বিক্রয়ের দায়িত্ব পালন করে।

৪. চাহিদা ও যোগানের সমন্বয়: কার্টেল উৎপাদিত দ্রব্যের চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় সাধন করতে পারে। এবং দ্রব্যের বাজারজাতকরণের সুবিধা ভোগ করে থাকে।

৫. মুনাফা বণ্টন: কার্টেল তার সদস্য প্রতিষ্ঠানসমূহের মধ্যে তাদের উৎপাদিত দ্রব্যের গুণাগুনের ভিত্তিতে মুনাফা বণ্টন করে থাকে। ফলে প্রতিটি সদস্য প্রতিষ্ঠানই তার দ্রব্যের মান বাড়াতে তৎপর হয়।