অথবা, কর্তৃত্ব কী?
অথবা, কর্তৃত্ব বলতে কী বুঝ?
অথবা, কর্তৃত্বের সংজ্ঞা দাও।
উত্তর৷ ভূমিকা : আধুনিক সমাজে কর্তৃত্ব একটি বহুল আলোচিত ধারণা। কর্তৃত্বের কারণেই মানুষ আদেশ দিতে পারে, ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং মর্যাদায় অধিষ্ঠিত হতে পারে। আবার কর্তৃকে স্বীকার করতে হয় বলেই মানুষ আনুগত্য প্রদর্শন করে ও হুকুম মেনে চলে। মানুষের ক্ষমতার চাবিকাঠিই হলো কর্তৃত্ব।
কর্তৃত্ব (Authority) : সাধারণ অর্থে নেতৃত্ব বা আদেশদানের ক্ষমতা বা অধিকারকে কর্তৃত্ব বলে। অর্থাৎ অপরকে আদেশ দান করার এবং আদেশের প্রতি আনুগত্য আদায় করার ক্ষমতা বা অধিকারই হচ্ছে কর্তৃত্ব। অন্যভাবে বলা যায় যে, কর্তৃত্ব হচ্ছে ক্ষমতা প্রয়োগের পারদর্শিতা। ক্ষমতার সাথে বৈধতার সমন্বয়েই কর্তৃত্বের আবির্ভাব ঘটে।
প্রামাণ্য সংজ্ঞা : কর্তৃত্বের উল্লেখযোগ্য প্রামাণ্য সংজ্ঞাগুলো নিম্নে দেয়া হলো : সমাজবিজ্ঞানী স্মেলসার (Smelser) এর মতে, “কর্তৃত্ব হলো এমন একটি অবস্থা যেখানে একজন লোক কোনnআদেশ বা নির্দেশ মেনে চলবে এমন একটি সম্ভাবনা থাকে, বস্তুত প্রাতিষ্ঠানিক এবং বৈধ ক্ষমতাই হচ্ছে কর্তৃত্ব।”bম্যাকাইভারের (Maclver) এর মতে, “কর্তৃত্বকে প্রায়শই ক্ষমতা হিসেবে সংজ্ঞায়িত করা যায়, যে ক্ষমতা অন্যকে”মানতে বাধ্য করে।”
রবাট ডাল (Robert Dull) এর মতে, “কর্তৃত্ব বলতে বৈধ প্রভাবকে বুঝায়।” ডেভিড পোপিনো (David Popenoe) এর মতে, “কর্তৃত্ব হচ্ছে বৈধ ক্ষমতা, যেটি চরিত্রগত দিক থেকে প্রাতিষ্ঠানিক।”nবি. ডি. জুভেনিল (B. D. Jouvenel) এর মতে, “কর্তৃত্ব হলো সম্মতিদানে প্ররোচিত করার দক্ষতা, এটি হচ্ছে কর্তৃত্বকে অনুসরণ করা ঐচ্ছিক আইন। এ ঐচ্ছিক সম্মতি শেষ হলে কর্তৃত্বও শেষ হয়।”
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে, বৈধভাবে ক্ষমতা প্রয়োগের অধিকার বা ক্ষমতাই হলো কর্তৃত্ব। অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ কর্তৃত্ব নয়, বরং তা হলো জবরদস্তি ।