অথবা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রসমূহ আলোচনা কর।
অথবা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে সমাজকর্ম ব্যবহারিক প্রশিক্ষণের পরিধি বর্ণনা কর।
উত্তর।৷ ভূমিকা : বাংলাদেশে যেসব আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা কর্মরত আছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য সংস্থা হলো ওয়ার্ল্ড ভিশন। ১৯৫০ সালে অনাথ শিশুদের পরিচর্যার মধ্য দিয়ে World Vision তার কার্যক্রম শুরু করে।আমাদের দেশে World Vision তার কার্যক্রম শুরু করে ১৯৭০ সালে। উপকূলীয় অঞ্চলে ভয়াবহ জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত দের মধ্যে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
মুখ্য মূল্যবোধ : ওয়ার্ল্ড ভিশন ৬টি মূল্যবোধের আলোকে কাজ করে । যথা :
i. আমরা খ্রিস্টান।
ii. আমরা দরিদ্রদের প্রতি প্রতিশ্রুতিশীল ।
iii. আমরা মানুষকে শ্রদ্ধা (মূল্যায়ন) করি।
iv. আমরা বিভিন্ন সংস্থার সাথে কাজ করি।
v. আমরা অংশীদার।
vi. আমরা দায়িত্ববান।
উপসংহার : বর্তমানে Worid Vision বাংলাদেশের ৩৬টি এলাকাকে এর উন্নয়ন কর্মসূচির আওতাভুক্ত করেছে। বর্তমানে এ সংস্থাটি দারিদ্র্য বিমোচন, শিশুকল্যাণ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, স্যানিটেশন, অর্থনৈতিক উন্নয়ন, ত্রাণ ও পুনর্বাসন, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ প্রভৃতি বিষয়ে তার কর্মকাণ্ড সম্প্রসারিত করেছে।