ক-বিভাগ
সৃষ্টি ও ব্রহ্ম সম্পর্কে শঙ্করাচার্যের মন্তব্য লিখ ।
উত্তর : শঙ্করাচার্যের মতে সৃষ্টি মিথ্যা, ব্রহ্ম জগৎ স্রষ্টা নন।
সৃষ্টি ও ব্রহ্ম সম্পর্কে রামানুজের মন্তব্য লিখ ।
উত্তর : রামানুজের মতে সৃষ্টি সত্য ও ব্রহ্মই জগৎ স্রষ্টা।
শঙ্করাচার্যের মতবাদ কী নামে পরিচিত?
উত্তর : শঙ্করাচার্যের মতবাদ কেবলাদ্বৈতবাদ বা অদ্বৈতবাদ নামে পরিচিত।
রামানুজের মতবাদ কী নামে পরিচিত?
উত্তর : রামানুজের মতবাদ ‘বিশিষ্টাদ্বৈতবাদ’ নামে পরিচিত।
শঙ্করের মতে জগৎ কিসের সৃষ্টি?
উত্তর : শঙ্করের মতে জগৎ মায়ার সৃষ্টি।
অবিদ্যার কয়টি শক্তি ও কী কী?
উত্তর : অবিদ্যার দুটি শক্তি। যথা : ক. আবরণশক্তি এবং খ. বিক্ষেপশক্তি।
শঙ্করের মতে আত্মজ্ঞান লাভের তিনটি প্রয়োজনীয় অঙ্গ লিখ।
উত্তর : শঙ্করের মতে আত্মজ্ঞান লাভের তিনটি প্রয়োজনীয় অঙ্গ হলো শ্রবণ, মনন ও নিদিধ্যাসন।
অৰ্থাপত্তি কী?
উত্তর : যে অনিবার্য অজ্ঞাত বিষয়ের কল্পনা না করলে আপাতবিরোধের ক্ষেত্রে কোন সমাধান খুঁজে পাওয়া যায় না
তাকে অর্থাপত্তি বলে।
‘চোদনা’ কথার অর্থ কী?
উত্তর : ‘চোদনা’ কথার অর্থ বৈদিক বিধি অনুযায়ী কর্তব্য করাই ধর্ম।
অধর্ম বা অসৎ কর্ম কী?
উত্তর : যে কর্ম বেদ নিষিদ্ধ তাই অধর্ম বা অসৎ কর্ম ।
প্রাচীন মীমাংসকদের মতে কোনটি পরম পুরুষার্থ?
উত্তর : প্রাচীন মীমাংসকদের মতে স্বর্গলাভই জীবের পরম পুরুষার্থ ।
কোনটি সুখ ও শান্তির চির আবাসস্থল?
উত্তর : স্বর্গ সুখ ও শান্তির চির আবাসস্থল।
কে বেদান্ত দর্শনের প্রণেতা?
উত্তর : মহর্ষি বাদরায়ন বেদান্ত দর্শনের প্রণেতা।
বেদান্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তর : বেদান্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বেদের অন্ত বা শেষ ।
বেদান্ত বলতে প্রধানত কোনটিকে বুঝায়?
উত্তর : বেদান্ত বলতে প্রধানত উপনিষদকে বুঝায়।
উপনিষদ শব্দের অর্থ কী?
উত্তর : উপনিষদ শব্দের অর্থ হলো যা মানুষকে ঈশ্বর বা ব্রাহ্মের কাছে নিয়ে যায় বা ‘যা শিষ্য গুরুর কাে
শিক্ষা করে’।
বাদরায়ন ব্রহ্মসূত্রে কোনটি প্রচার করেছেন?
উত্তর : বাদরায়ন ব্রহ্মসূত্রে অদ্বৈতবাদ প্রচার করেছেন।
বেদান্ত দর্শনের লক্ষ্য কী?
উত্তর : জীবাত্মা ও ব্রহ্ম যে অভিন্ন তা প্রমাণ করাই বেদান্ত দর্শনের লক্ষ্য।
বেদান্ত দর্শনে দ্বৈতবাদের প্রচারক কে?
উত্তর : বেদান্ত দর্শনে দ্বৈতবাদের প্রচারক মাধ্বাচার্য দ্বৈতবাদের।
উপনিষদে কোনটিকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান বা পরাবিদ্যা নামে অভিহিত করা হয়েছে?
উত্তর : উপনিষদে আত্মজ্ঞান বা আত্মবিদ্যাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান বা পরাবিদ্যা নামে অভিহিত করা হয়েছে।
বেদান্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তর : বেদান্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ‘বেদের অন্ত বা শেষ’ ।
কোনটি বেদান্ত?
উত্তর : উপনিষদই বেদান্ত।
‘ব্রহ্মসূত্র’ এর রচয়িতা কে?
উত্তর : ‘ব্রহ্মসূত্র’ এর রচয়িতা হলেন বাদরায়ন।
বেদ কয়টি অংশে বিভক্ত?
উত্তর : বেদ চারটি অংশে বিভক্ত।
বেদের সংখ্যা চারটির নাম লিখ।
উত্তর : বেদ চারটি অংশ হলো : সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ।
বেদের সর্বশেষ অংশের নাম কী?
উত্তর : বেদের সর্বশেষ অংশের নাম উপনিষদ।
সংহিতা অংশে কী সংকলিত হয়েছে?
উত্তর : সংহিতা অংশে বেদের মন্ত্রগুলো সংকলিত হয়েছে।
ব্রাহ্মণ অংশে কী আছে?
উত্তর : ব্রাহ্মণ অংশে সংহিতোক্ত যাগযজ্ঞের বিবরণ ও ব্যাখ্যা আছে।
আরণ্যক অংশে কী আছে?
উত্তর : আরণ্যক অংশে যজ্ঞ সম্পর্কে রূপক কল্পনা ও প্রতীক উপাসনার আদেশ আছে।
উপনিষদে কী আলোচিত হয়েছে?
উত্তর : উপনিষদে দার্শনিক আলোচনা বা ব্রহ্মজ্ঞানের কথা আলোচিত হয়েছে।
কাদের কর্তৃক বর্ণাশ্রম ধর্ম প্রবর্তিত?
উত্তর : প্রাচীন হিন্দু সমাজ কর্তৃক বর্ণাশ্রম ধর্ম প্রবর্তিত।
বর্ণাশ্রম ধর্মে মানুষের জীবন কয়টি আশ্রয়ে বিভক্ত?
উত্তর : বর্ণাশ্রম ধর্মে মানুষের জীবন চারটি আশ্রমে বিভক্ত।
খ-বিভাগ
প্রশ্ন।১।বেদান্ত দর্শন কী?
প্রশ্ন।২।বেদান্ত দর্শনের ভিত্তি কয়টি ও কী কী? আলোচনা কর।
প্রশ্ন।৩।উপনিষদকে বেদান্ত বলা হয় কেন?
প্রশ্ন॥৪॥বেদান্ত দর্শনের জ্ঞানতত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৫॥শঙ্করের জ্ঞানতত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷৬৷রামানুজের জ্ঞানতত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৭॥ব্রহ্ম সম্পর্কে শঙ্করের মত সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।৮।শঙ্করের ব্রহ্ম তত্ত্ব সংক্ষেপে বর্ণনা কর।
প্রশ্ন।৯।ব্রহ্ম সম্পর্কে শঙ্কর ও রামানুজের মতের পার্থক্য কী?
প্রশ্ন।১০।প্রমাণ সম্পর্কে শঙ্করের মত সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন॥১১।পরাবিদ্যা ও অপরাবিদ্যা সম্পর্কে শঙ্করের মত সংক্ষেপে ব্যাখ্যা কর।
গ-বিভাগ
প্রশ্ন।১।বেদান্ত দর্শন কী? বেদান্ত দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
প্রশ্ন।২।উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? এ প্রসঙ্গে বেদান্ত দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
প্রশ্ন।৩।বেদান্ত দর্শনের জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৪।জ্ঞানতত্ত্বে শঙ্করের অবদান কী? ব্যাখ্যা কর।
প্রশ্ন।৫।রামানুজের জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা কর।
প্রশ্ন।৬।উপনিষদ কী? উপনিষদের পদ্ধতিসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন॥৭॥ব্রহ্ম সম্পর্কে শঙ্কর এবং রামানুজের মত আলোচনা কর। এ সম্পর্কে শঙ্কর ও রামানুজের মতের পার্থক্য আলোচনা কর ।
প্রশ্ন॥৮॥ বেদান্ত দর্শনের ভিত্তি কয়টি ও কী কী? বিস্তারিতভাবে লিখ ।
প্রশ্ন॥৯॥রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ ব্যাখ্যা ও পরীক্ষা কর। তুমি কীভাবে কেবলাদ্বৈতবাদ থেকে আলাদা করবে?
প্রশ্ন।১০।ব্রহ্মের স্বরূপ সম্পর্কে রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ ব্যাখ্যা ও পরীক্ষা কর। তুমি কীভাবে
কেবলাদ্বৈতবাদ থেকে আলাদা করবে?
প্রশ্ন।১১।জগৎ ও জীবের স্বরূপ সম্পর্কে রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ ব্যাখ্যা ও পরীক্ষা কর। তুমি
কীভাবে কেবলাদ্বৈতবাদ থেকে আলাদা করবে?
প্রশ্ন৷১২।ভারতীয় দর্শনে মায়াবাদ ব্যাখ্যা কর।
প্রশ্ন।১৩।ব্রহ্মের স্বরূপ সম্পর্কে শঙ্কর ও রামানুজের মত ব্যাখ্যা কর।
প্রশ্ন।১৪।জগৎ সম্পর্কে রামানুজের মতামত ব্যাখ্যা কর। রামানুজ কীভাবে শঙ্করের মায়াবাদ খণ্ডন করেন?