একটি পরীক্ষণ পরিকল্পনার ধাপগুলো লিখ।

অথবা, পরীক্ষণ নিয়ন্ত্রণের গুরুত্ব সংক্ষেপে লিখ।
অথবা, পরীক্ষণ নিয়ন্ত্রণের গুরুত্ব কী?
অথবা, পরীক্ষণ নিয়ন্ত্রণের গুরুত্ব বলতে কী বুঝ?
উত্তর।। ভূমিকা : পরীক্ষণে চলের নিয়ন্ত্রণের গুরুত্ব অপরিসীম। পরীক্ষণে চলের নিয়ন্ত্রণ বলতে বুঝায় প্রয়োজন অনুসারে চলসমূহের পরিবর্তন সাধন। আমরা জানি যে, পরীক্ষণ হল নিয়ন্ত্রিত পরিবেশে পর্যবেক্ষণ অর্থাৎ, পরীক্ষণ পরিচালনা করতে হলে পরিবেশ বা পরিস্থিতির উপর পরীক্ষকের নিয়ন্ত্রণ থাকতে হবে। এর অর্থ হল পরীক্ষক খুশিমতো পরীক্ষণের চলসমূহের সৃষ্টি করতে পারেন অথবা অনুপস্থিত রাখতে পারেন।পরীক্ষণ পদ্ধতির উদ্দেশ্য হল নিয়ন্ত্রিত অবস্থায় একটি চলের সাথে অন্য একটি চলের সম্পর্ক নির্ণয়। অর্থাৎ, সকল অবাঞ্ছিত চলকে ধ্রুব রেখে একটি চল এর প্রভাবে মানুষ বা প্রাণীর আচরণ বা নির্ভরশীল চলের অনুধ্যান করাই হল পরীক্ষণের উদ্দেশ্য।
পরীক্ষণ নিয়ন্ত্রণের গুরুত্ব : পরীক্ষণের নিয়ন্ত্রণ একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যায়। যেমন- একজন পরীক্ষক দেখতে চান যে, পুরস্কৃতকরণের ফলে শিক্ষণের পরিমাণ বাড়ে কি না। এ বিষয়টি তিনি পরীক্ষণ করে দেখার আগে একটি অনুমান করলেন যে, পুরস্কৃত করলে শিক্ষণের পরিমাণ বাড়ে। লক্ষণীয় যে, এখানে পরীক্ষক শিক্ষণের পরিমাণের উপর পুরস্কৃতকরণের প্রভাব দেখতে চাইছেন। অর্থাৎ, পুরস্কৃতকরণ হল অনির্ভরশীল চল, শিক্ষণের পরিমাণ হল নির্ভরশীল চল। আবার পরীক্ষণ পরিস্থিতির উপর বা পরীক্ষণের উপর পরীক্ষকের নানারকম নিয়ন্ত্রণ আছে। যেমন- তিনি ইচ্ছা করলে পুরস্কৃত করতে পারেন আবার তা প্রত্যাহার করতে পারেন। আবার দু’টি দল (পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দল) নির্বাচন করার সময়ও পরীক্ষক কিছু চল নিয়ন্ত্রণ করেছেন, যেন দু’টি দল সর্বাত্মকভাবে সমান হয় বা সবদিক দিয়ে সমান হয়, সেদিকে লক্ষ্য রাখা হয়েছিল।তাই পরীক্ষণের ফলাফল পরীক্ষণের নিয়ন্ত্রণের উপর নির্ভর করে। তাই পরীক্ষণে নিয়ন্ত্রণের গুরুত্ব অপরিসীম। পরীক্ষণে নিয়ন্ত্রণ অত্যাবশ্যকীয় এজন্য যে, নিয়ন্ত্রণ না থাকলে পরীক্ষক বুঝতে পারে না যে, অনির্ভরশীল চলের প্রভাবেই নির্ভরশীল চলটির মধ্যেই পরিবর্তন ঘটছে না, অন্য কোন চলের প্রভাব নিয়ন্ত্রণ করা হয় নি তার কারণে এ পরিবর্তন ঘটেছে, যার ফলে পরীক্ষণের ফলাফল ত্রুটিপূর্ণ হবে।
উপসংহার : উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, যে কোন পরীক্ষণ করতে হলে চলের নিয়ন্ত্রণ করা আবশ্যক। অর্থাৎ, নিয়ন্ত্রণ ছাড়া কোন পরীক্ষণই কোন সময় সম্ভব হবে না। সুতরাং, দেখা যায় যে, পরীক্ষণ মনোবিজ্ঞানের সঠিক ফলাফল তথা অনির্ভরশীল ও নির্ভরশীল চলের সম্পর্ক নির্ণয় করার জন্য নিয়ন্ত্রণ আবশ্যক।