অথবা, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের ধারণা দাও।
উত্তর: প্রারম্ভিক কথা: যখন কোন বাজারে বহুসংখ্যক বিক্রেতা একই জাতীয় বা পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করে তখন তাকে ‘একচেটিয়া প্রতিযোগিতামূলক’ বাজার বলা হয়। অর্থাৎ যে বাজারে বহু সংখ্যক বিক্রেতা একই জাতীয় অথচ পৃথকীকৃত দ্রব্য সামগ্র বিক্রয় করে, তাকে একচেটিয়া প্রতিযোতিামূলক বাজার বলে।
অধ্যাপক E.H Chamberlin সর্বপ্রথম একচেটিয়া প্রতিযোগিতামূলক ধারণ্যটি অবতারণা করেন। তিনি বলেন, “একচেটিয়া প্রতিযোগিতামূলক বলতে এমন একটা বাজার ব্যবস্থা বুঝায় যেখানে পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া কারবারের বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে।”
এরূপ বাজারে একদিকে যেমন কিছুটা পূর্ণ প্রতিযোগিতার উপাদান বিদ্যমান থাকে তেমনি একচেটিয়া কারবারের উপাদানও বর্তমান থাকে। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বিভিন্ন বিক্রেতা বা উৎপাদনকারী এমন সব দ্রব্য উৎপাদন করে যা পরস্পরের ‘ঘনিষ্ট পরিবর্তক’। অর্থাৎ এসব দ্রব্য সামণিী সম্পূর্ণভাবে এক নয়, বাজার সম্পূর্ণভাবে ভিন্নও নয়। বিভিন্ন ধরনের ট্রেডমার্ক, লেভেল, বিজ্ঞাপন প্রভৃতি দ্বারা বিক্রেতাগণ এ সদৃশ দ্রব্যসমূহকে পৃথক করার চেষ্টা করে। স্রব্যের এ পৃথকীকরণের ফলে প্রত্যেক বিক্রেতার একটা নির্দিষ্ট সংখ্যক ক্রেতা থাকে। দামের সামান্য তারতম্যের জন্য তারা এক বিক্রেতা ত্যাগ করে অন্য বিক্রেতার নিকট যায় না। এভাবে প্রত্যেক বিক্রেতা কিছু সংখ্যক ক্রেতা নিয়ে একচেটিয়া বাজার গড়ে তোলে। কিন্তু একে পূর্ণ একচেটিয়া বাজার বলা যায় না। কারণ দ্রব্যসমূহ সদৃশ ও নিকট পরিবর্তক হওয়ার বিক্রেতাদের মধ্যে কিছুটা প্রতিযোগিতাও বর্তমান থাকে। উপসংহারঃ সংক্ষেপে বলা যায় যে, যে বাজারে বহুসংখ্যক বিক্রেতা একই জাতীয় অথচ পৃথকীকৃত দ্রব্য সামগ্রি বিক্রয় করে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলা হয়।