অথবা, এককক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বুঝ?
অথবা, একক বিশিষ্ট আইনসভা কাকে বলে।
উত্তরঃ ভূমিকা : আইনসভার সরকারের ভূমিকা যা আইনসভায় জনপ্রতিনিধিদের আচার আচরণ গণতান্ত্রিক ব্যবস্থার মান বা মাত্রাকে চিহ্নিত করে। গণতান্ত্রিক ব্যবস্থার সাধারণত দু’ধরনের আইনসভা লক্ষ্য করা যায়। गा এককক্ষ বিশিষ্ট আইনসভা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। নিম্নে এককক্ষবিশিষ্ট আইনসভা সম্পর্কে আলোচনা করা হলো :
এককক্ষ বিশিষ্ট আইনসভা : আইনসভার একটি কক্ষ থাকলে তাকে আমরা এককক্ষবিশিষ্ট আইনসভা বলি। অন্যভাবে বলা যায়, সরকারের আইন প্রণয়নের কাজটি যখন আইনসভার এক কক্ষই সম্পাদন করে তখন তাকে এককক্ষ বিশিষ্ট আইনসভা বলে। বাংলাদেশ, পাকিস্তান, ভূর দেশে একক আইনসভা লক্ষ্য করা যায়।বরতক্ষ বিশিষ্ট আইনসভার মাতা হলেন বেজ্ঞামিন ফ্রাংকলিন। ১৭৮৭ সালে ফিলাডেলফিয়া সম্মেলনে আমেরিকার সানিধান প্রণয়ন কালে তিনি এককক্ষের জন্য জোর যুক্তি প্রদর্শন করেন। তার প্রভাবেই স্বীয় অঙ্গরাষ্ট্র পেনসাল জানিয়াতে এরুত বিশিষ্ট আইনসভা গঠিত হয়।চুক্তিবাদী দার্শনিক এককক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলেছেন। তিনি বলেন প্রতিনিধিত্বশীল সংস্থা এক ছাড়া হতে পারে না। সার্বভৌম অবিভাজা আর জাতি হলো সার্বভৌম। তাই আইনডা দুটি হতে পারে না। তাঁর মতে,১৯৭১ ও ১৭৯৩ সালে ফ্রান্সের শাসনতন্ত্রে এককক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা হয়েছিল।
উপসংহার: আলোচনার শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি যে, সরকারের আইন প্রণয়নে কারাটি যখন আইনসভার এককক্ষের মাধ্যমে সম্পাদন হয় তখন তাকে আমরা এককক্ষ বিশিষ্ট আইনসভা বলে থাকি। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় দ্রুত আইন প্রণয়নে এককক্ষ বিশিষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।