উৎপাদন ব্যয়ের বিভিন্ন ধারণা ব্যাখ্যা কর।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, উৎপাদন ব্যয়ের বিভিন্ন ধারণা বলতে কি বুঝ?

উত্তর : ভূমিকা : অর্থনীতিতে ব্যয় তত্ত্বে ব্যয়ের বিভিন্ন ধরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। উৎপাদনের প্রতিটি স্তরের সাথে ব্যয়ের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সম্পর্ক রয়েছে। কিন্তু উৎপাদনের সাথে জড়িত সব ব্যয় একই প্রকৃতির নয়। তাই

ব্যয়কে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন-

১. আর্থিক ব্যয় (Money Cost),

২. প্রকৃত ব্যয় (Real Cost)

৩. সুযোগ ব্যয় (Opportunity Cost)

১. আর্থিক ব্যয়: উৎপাদন ব্যয়কে যখন অর্থের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে আর্থিক ব্যয় বলা হয়। কোন দ্রব্য উৎপাদন করতে হলে কাঁচামাল, যন্ত্রপাতি, শ্রমিক, মূলধন প্রভৃতি বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়। এ সব উপাদান ক্রয় করার জন্য যে অর্থ ব্যয় করতে হয় তাকেই উৎপাদনের আর্থিক খরচ বলা হয়। কাঁচামালের দাম, শ্রমিকের মজুরি, মূলধন নিয়োগের জন্য প্রদত্ত সুদ প্রভৃতি উৎপাদনের মোট আর্থিক ব্যয়ের অন্তর্ভুক্ত। উৎপাদনের মোট আর্থিক ব্যয়কে দুই ভাগে ভাগ করা হয়। যেমন-

(ক) স্পষ্ট আর্থিক ব্যয় (Explicit money cost) এবং

(খ) প্রচ্ছন্ন বা অপ্রকাশিত আর্থিক ব্যয় (Implicit money cost)

(ক) স্পষ্ট আর্থিক ব্যয়। যে সমস্ত উপাদান বাজার হতে সরাসরি ক্রয় করা হয় তাকে স্পষ্ট আর্থিক ব্যয় বলা হয়। যেমন- মূলধন নিয়োগের জন্য প্রদত্ত সুদ, জমির খাজনা, কাঁচামালের দাম, শ্রমিকদের মজুরি ইত্যাদি স্পষ্ট আর্থিক ব্যয়ের অন্তর্গত।

(খ) প্রচ্ছন্ন বা অপ্রকাশিত আর্থিক ব্যয়ঃ উৎপাদনকারীগণ এমন কিছু উপাদান ব্যবহার করে যেগুলো বাজার হতে সরাসরি ক্রয় করা হয় না। উৎপাদনকারীরা নিজেরাই এগুলো যোগান দেয় কিন্তু তার বিনিময়ে কোন অর্থ গ্রহণ করে না। যেমন- উৎপাদনকারীর নিজের শ্রম, নিজের জমি বা নিজের মূলধন ব্যবহার করলে তার জন্য মজুরি, খাজনা বা সুদ পৃথকভাবে গ্রহণ করে না। অর্থনীতিবিদগণ উৎপাদনের আর্থিক ব্যয় বলতে স্পষ্ট ও প্রচ্ছন্ন উভয় প্রকার ব্যয়কেই হিসাবের মধ্যে গণ্য করেন। কিন্তু হিসাব রক্ষকগণ কেবল স্পষ্ট ব্যয়কেই আর্থিক ব্যয়ের অন্তর্ভুক্ত করে থাকেন।

২. প্রকৃত ব্যয়ঃ অধ্যাপক মার্শাল এবং তাঁর অনুসারিগণ উৎপাদন ব্যয়ের ক্ষেত্রেই প্রকৃত ব্যয়ের ধারণাটি প্রবর্তন করেন। তাঁদের মতে উৎপাদনের জন্য উৎপাদকগণ যে অর্থ ব্যয় করেন তার পিছনে রয়েছে প্রকৃত ব্যয়। কোন দ্রব্য
উৎপাদন করতে যে পরিমাণ কষ্ট ভোগ বা ত্যাগ স্বীকার করতে হয় তাই হল প্রকৃত ব্যয়। এ তত্ত্ব অনুযায়ী কোন দ্রব্য উৎপাদনের প্রকৃত ব্যয় হল উৎপাদন কাজে নিয়োজিত উপাদানসমূহের ত্যাগ, বেদনা ও মানসিক যাতনার সমষ্টি। যেমন-
শ্রমিক কাজ করতে গিয়ে যে কষ্ট অনুভব করে ও ক্লান্তি ভোগ করে তাই হল শ্রমিকের প্রকৃত ব্যয়।

৩. সুযোগ ব্যয়ঃ উৎপাদন ব্যয়ের স্বরূপ বিশেষণ করতে গিয়ে আধুনিক অর্থনীতিবিদগণ ‘সুযোগ ব্যয়’ ধারণাটি প্রবর্তন করেন। এ তত্ত্ব অনুযায়ী, কোন দ্রব্যের উৎপাদন ব্যয় হচ্ছে ‘তার বিকল্প দ্রব্য ত্যাগের ব্যয়’। কোন দ্রব্য উৎপাদন করতে বিভিন্ন প্রকার উপাদানের প্রয়োজন। কিন্তু এ সমস্ত উপাদানের প্রত্যেকটিকে বিকল্পভাবে বিভিন্ন উৎপাদন ত্যাগ করতে হয় তাই হল দ্রব্যটির ‘সুযোগ ব্যয়’।

উপসংহার: আলোচনার পরিশেষে আমরা বলতে পারি উপরোক্ত ব্যয়গুলো উৎপাদন প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত।