উৎপাদন অপেক্ষক থেকে সম-উৎপাদন রেখা অংকন কর।

রকেট সাজেশন
রকেট সাজেশন

উত্তর: উৎপাদন অপেক্ষক থেকে সম-উপাদন রেখা অংকন ৪ মনে করি, উৎপাদন অপেক্ষাQ=f(LK) যেখানে = উৎপাদন, শ্রম, K মূলধন। এখন । এবং K এর সংমিশ্রণের পরিবর্তন হলে মোট উৎপাদন (৫) স্থির থাকবে। অর্থাৎ Q =০ উৎপাদন প্রদত্ত অবস্থায়। এবং K এর বিভিন্ন সংমিশ্রণ থেকে সম-উৎপাদন রেখা অংকন করা যায়। নিম্নে । এবং K এর বিভিন্ন মিশ্রণের একটি কাল্পনিক তালিকা দেয়া হলঃ

শ্রম (L)মূলধন (K)মিশ্রণ উৎপাদন (Q)
১ একক ৫ একক ১০ একক
২ একক৩ একক B১০ একক
৩ একক ২ একক C১০ একক

তালিকানুসারে L এবং K এর ৩টি সংমিশ্রণ A. B এবং C ১০ একক উৎপাদন তথা সমান উৎপাদন নির্দেশ করে। এ তালিকা থেকে নিম্নে একটি সম-উৎপাদন রেখা অংকন করা হল।

চিত্রে OX এবং OY অক্ষে যথাক্রমে শ্রম (L.) এবং মূলধন (K) উপকরণ পরিমাপ করা হয়েছে। ১ একক। এবLe একক K কে A বিন্দু দ্বারা যুক্ত করা হয়েছে। অনুরূপভাবে ২ একক। ও ৩ একক K এবং ৩ একক। ও ২ একক কে যথাক্রমে B ও C বিন্দু দ্বারা যুক্ত করা হয়েছে। A. B এবং C প্রতিটি বিন্দু সমান উৎপাদন (১০ একক) নির্দেশ করে। তাই A, B ও C বিন্দু যোগ করে অংকিত রেখাকে সম-উৎপাদন রেখা বলা হয়।