উপযোগ সর্বোচ্চকরণ বলতে কি বুঝ?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, উপযোগ সর্বোচ্চকরণ কাকে বলে?
অথবা, উপযোগ সর্বোচ্চকরণের সংজ্ঞা দাও।

উত্তর: ভোক্তা ভোগের মাধ্যমে তার উপযোগিতা সর্বাধিক করার চেষ্টা করে, যত বেশি খাওয়া হয় ততই উপযোগিতা বৃদ্ধি পায়। কিন্তু উচ্চ খরচের ক্ষেত্রে, পণ্যের মূল্য এবং ভোক্তা বাজেট সীমাবদ্ধতা হিসাবে কাজ করে। এই ধরনের ক্ষেত্রে, ভোক্তা পণ্যের বাজার মূল্য অনুযায়ী এবং ভোক্তার বাজেটের মধ্যে বিভিন্ন পণ্যের বিভিন্ন সংমিশ্রণ থেকে ভোক্তাদের কাছে সর্বাধিক পছন্দসই বা সন্তোষজনক বলে মনে হয় এমন সমন্বয় থেকে সর্বাধিক উপযোগিতা লাভ করে। সুতরাং ইউটিলিটি সর্বাধিকীকরণ বলতে বোঝায় ভোক্তার পছন্দের একটি সংমিশ্রণ (দুই/তিনটি পণ্যের সংমিশ্রণ) যেখান থেকে তার সন্তুষ্টি সর্বাধিক করা হয়। ইউটিলিটি সর্বাধিকীকরণ দুটি উপায়ে ব্যাখ্যা করা যেতে পারে –

(i) সম-প্রান্তিক ইউটিলিটি নিয়মের ভিত্তিতে;

(ii) নিরপেক্ষ রেখার ভিত্তিতে।

সম-প্রান্তিক উপযোগ বিধি অনুসারে সেই স্তরে ভোক্তার উপযোগ সর্বোচ্চ হবে P P
যে স্তরে (MU – XML) হবে। অপরদিকে, নিরপেক্ষ রেখা বিশেষণ অনুসারে যে বিন্দুতে ভোক্তার বাজেট রেখা নিরপেক্ষ P রেখাকে স্পর্শ করবে সেই বিন্দুতে ভোক্তা ভারসাম্য লাভ করবে। ফলে এই স্তরে তাঁর উপযোগ সর্বোচ্চ হবে।